আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল ও শ্রেষ্ঠ পাঁচ অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তাদের এ সম্মাননা দেয়া হয়। আজ শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান তিনি পুরস্কারগুলো তুলে দেন। সম্মাননা পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন- অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা), বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। আরও পড়ুন নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসবে বিএনপি ০৮ মার্চ, ২০২৫ উল্লেখ্য, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক...
ক্রিকেট দল ও পাঁচ নারীকে পুরস্কৃত করলেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের বিপরীত বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (৮ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নারীরা ছিল সামনের সারিতে। তবে নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, দেশে নৈরাজ্য তৈরি করতে পতিত স্বৈরাচার বিপুল অংকের অর্থ খরচ করছে। সবাইকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো সজাগ থাকতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন,আমরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তা নারীদের অংশগ্রহণ ছাড়া সম্ভব না। news24bd.tv/FA
বিমানের বিশেষ ফ্লাইটের সব কর্মীই নারী
অনলাইন ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সকল নারী কর্মীর মাধ্যমে শনিবার (৮ মার্চ) একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি সংহতি প্রকাশ করে জাতীয় পতাকাবাহী এই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পাঁচজন নারী কেবিন ক্রু সদস্যসহ ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভার নির্দেশনায় ঢাকা-ব্যাংকক-ঢাকা বিশেষ ফ্লাইট বিজি-৩৮৮ পরিচালিত হচ্ছে। নারীদের সমন্বয়ে বিশেষ ফ্লাইটটি সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে। সূত্র: বাসস News24d.tv/কেআই
দুই দফা দাবি নিয়ে কর্মবিরতিতে বিসিএস চিকিৎসকরা
অনলাইন ডেস্ক

দুই দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা। আজ শনিবার (৮ মার্চ) সকাল থেকে টানা তিন দিন দুই ঘণ্টা করে চলবে এই কর্মসূচি। শুক্রবার (৭ মার্চ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে এবং সব চিকিৎসা সোসাইটির সমর্থনে ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন হবে। আরও পড়ুন চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ০৮...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর