অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য

অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে চান্দেরহাট বিওপিতে বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি সদস্যরা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফ কন্সটেবল পদে কর্মরত আছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সকালে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির ৩৩৪ সীমান্ত পিলার এলাকা পেরিয়ে বাংলাদেশের সীমান্তের ২শ গজের ভিতরে চলে আসেন উপকুমার। পরে তাকে দেখতে পেয়ে আটক করে বিজিবি।

দুপুরে এই বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। ভারত বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।

৪২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে পরায় এই বিএসএফ জাওয়ানকে আটক করা হয়েছে। তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েছেন বলে জানিয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।

news24bd.tv/SHS