ট্রুডোকে ‘দ্যা আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দিলেন ড. ইউনূস

ট্রুডোকে ‘দ্যা আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে ছাত্র জনতা আন্দোলনের ওপর আঁকা একটি দেয়ালচিত্র সংবলিত বই (দ্যা আর্ট অব ট্রায়াম্ফ) উপহার দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সাক্ষাতে ট্রুডোর কাছে বইটি হস্তান্তর করেন তিনি। এতে বিপ্লবের সময় এবং ঠিক পরে আঁকা বাংলাদেশি ছাত্র এবং তরুণদের দেয়ালচিত্রের বিভিন্ন ছবি রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) এ বৈঠক অনুষ্ঠিত হবে। একান্ত বৈঠকটি হবে জাতিসংঘের হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে।

news24bd.tv/FA