লেবাননের জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে বললেন নেতানিয়াহু

লেবাননের জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে বললেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

লেবাননের ওপর হামলা অব্যাহত থাকবে জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার লেবাননের জনগণকে নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করেছেন।

লেবাননকে ‘বিপর্যয়ের দ্বারপ্রান্তে’ নিয়ে যাওয়ার জন্য হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে অভিযুক্ত করে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘হিজবুল্লাহর ওপর আমরা হামলা অব্যাহত রাখব। ’

হিজবুল্লাহ যেসব বাড়িতে ক্ষেপণাস্ত্র মজুত করেছে বলে অভিযোগ রয়েছে, সেসব বাড়িঘর খালি করতে সোমবার বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

হুঁশিয়ারি উচ্চারণ করে নেতানিয়াহু বলেন, যাদের বসার ঘরে ক্ষেপণাস্ত্র থাকবে এবং গ্যারেজে রকেট থাকবে তাদের আর বাড়ি থাকবে না।

২০০৬ সালের পর সোমবার থেকে লেবাননে সবচেয়ে বড় বোমা হামলা শুরু করেছে ইসরায়েলে, যাতে দেশজুড়ে ৫৫০ জনের বেশি লোক নিহত এবং ১ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছে।

news24bd.tv/JP

এই রকম আরও টপিক