ব্যক্তি সাকিবের নিরাপত্তা দিতে পারে না বোর্ড: ফারুক আহমেদ

ব্যক্তি সাকিবের নিরাপত্তা দিতে পারে না বোর্ড: ফারুক আহমেদ

অনলাইন ডেস্ক

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ব্যক্তি সাকিবের নিরাপত্তা বোর্ডের হাতে নেই। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড মিটিংয়ের পর এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘সাকিব সবদিক থেকে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাকে বোঝানোর চেষ্টা করিনি।

সে মনে করেছে এটাই সঠিক সময়। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অন্য কাউকে তৈরি হওয়ার সুযোগ দিতেই সে ছেড়েছে। ’

তিনি বলেন, সাকিবের সাথে আমার কথা হয়েছে। সে দেশের মাটিতেই তার শেষ টেস্ট খেলতে চায়।

এসময় ফারুক আহমেদ বলেন, ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দিতে পারে না বোর্ড। তিনি আরও বলেন, আমার সাথে যে কথা হয়েছে সাকিবের, সংবাদ সম্মেলনে তা ই তুলে ধরেছে।

আরও পড়ুন: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাকিব

এসময় আগামী ১৪ অক্টোবরকে বিপিএলের ড্রাফটের তারিখও ঘোষণা করেন বিসিবি সভাপতি।

এর আগে দেশে ফেরা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন সাকিব। সাকিব বলেন, ‘আমার বাংলাদেশে ফেরা নিয়ে কোন সমস্যা নেই।

দেশে ফেরার পর আমার চিন্তা শুরু হবে। দেশ থেকে ফেরাটা চিন্তার, বাংলাদেশে থাকাবস্থায় নিরাপত্তাটা আসলে চিন্তার। আমার পরিবার-পরিজন, বন্ধুদের দুশ্চিন্তা হচ্ছে। অবস্থার উন্নতি হচ্ছে, আশা করছি আরও উন্নতি হবে, এবং এটার একটা সমাধানে আসা উচিত। ’

news24bd.tv/SC