তিন ফ্র্যাঞ্চাইজি ছাড়াই বিপিএল শুরুর তারিখ জানালো বিসিবি

তিন ফ্র্যাঞ্চাইজি ছাড়াই বিপিএল শুরুর তারিখ জানালো বিসিবি

অনলাইন ডেস্ক

দেশে চলমান রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আলোচনায় ছিলো বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজিগুলোর অংশগ্রহণ। সেই ধোঁয়াশা আজ পরিস্কার করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আসন্ন বিপিএল নিয়ে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কথা বলেছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লীগের পরবর্তী আসরের সময়ও জানিয়েছেন বিসিবি সভাপতি।

আরও পড়ুন: ব্যক্তি সাকিবের নিরাপত্তা দিতে পারে না বোর্ড: ফারুক আহমেদ

আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের পরবর্তী আসর। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি এ কথা জানিয়েছেন।

বিপিএলের তারিখ ঘোষণা করতে গিয়ে ফারুক আহমেদ বলেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম।

টিম ৩ টা পরিবর্তন হয়েছে। নিয়মকানুন নিয়ে আলাপ হয়েছে। ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং ম্যাচ শুরু ২৭ ডিসেম্বর। ’

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ানস, দুর্দান্ত  ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগামী বিপিএলে থাকছে না। ’

এসময় বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি ফ্র্যাঞ্চাইজিদের ইন্টারভিউ করেছি, যারা আসতে চায়। এর মধ্যে ঢাকা নবাব নামে হয়তো আসতে চায়, এখনো সিউর না ওরা নাম রিভিল… করেছে কিনা… ওরা খেলতে চায়। চট্টগ্রামের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ফিরেছে। প্রথম অথবা দ্বিতীয় আসরে খেলেছিলো… এরপর রাজশাহীর একটা দল খেলতে ইচ্ছা পোষণ করেছে। আমরা তিনটা দলকে নির্বাচন করেছি। আগের ঢাকা, আগের চট্টগ্রাম ও কুমিল্লা থাকছে না। ’ 

news24bd.tv/SC