কানপুর টেস্টের টসে বিলম্ব

কানপুর টেস্টের টসে বিলম্ব

নিজস্ব প্রতিবেদক

কানপুরে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট বিলম্বে শুরু হবে। সকাল সাড়ে ৯টায় টসের কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। ফলে অবধারিতভাবে যথাসময়ে শুরু হচ্ছে না মাঠের লড়াই।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গ্রিন পার্কে সকাল ১০টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা।

এরপরেই জানা যাবে, ঠিক কখনো শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের এই ম্যাচটি।

জানা গেছে, মধ্যাহ্নভোজের আগে খেলা শুরুর সম্ভাবনা কম। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এখনো আকাশ বেশ মেঘাচ্ছন্ন।

গতকাল রাতে বৃষ্টির ফলেই মূলত আউটফিল্ড ভেজা রয়েছে।

তবে ভালো খবর হচ্ছে মাঠের সমস্ত কভার সরানো হচ্ছে। এছাড়া পুরো মাঠটি ঢেকে রাখা হয়েছিল, ফলে আউটফিল্ড অনেকটাই সুরক্ষিত ছিল। এছাড়া এখন আর পিচ কভারে ঢাকা নেই। এ মুহূর্তে মাঠকর্মীদের কাপড় দিয়ে আউটফিল্ড মুছতেও দেখা যাচ্ছে।

এর আগে, প্রথম টেস্টে চেন্নাইতে ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। ভারত ম্যাচটি জিতে নেয় ২৮০ রানে। সিরিজ হার এড়াতে চাইলে কানপুরে তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের। যদিও এর আগে কখনো ভারতের বিপক্ষে কোনো টেস্ট জয়ের ইতিহাস নেই টাইগারদের।

news24bd.tv/SHS