‘মানবাধিকার লঙ্ঘনের জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বৈরাচারী হাসিনা সরকার’

ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন

‘মানবাধিকার লঙ্ঘনের জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বৈরাচারী হাসিনা সরকার’

অনলাইন ডেস্ক

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘মানবাধিকার লঙ্ঘনের জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বৈরাচারী হাসিনা সরকার। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।  

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক এই ধারাবাহিক সংলাপের আয়োজন করে। আজ ছিল সংলাপের দ্বিতীয় দিনের আয়োজন।

যার আলোচনার বিষয় ছিল মানবাধিকার।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল সমন্বয়কদের না হয়ে পুরো দেশের সরকার হিসেবে শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ না হলে মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হবে সরকার। এছাড়াও গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর শহীদদের অবদানও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান তারা।  
news24bd.tv/আইএএম