২০০৭ সালের ১১ জানুয়ারি এবং ২০২৪ সালের ৫ আগস্ট এক নয়। বাংলাদেশের ইতিহাসে দুটিই স্মরণীয় ঘটনার দিন। একটির নায়ক ছিল বাংলাদেশ সেনাবাহিনী। ঘটনা পরিচিতি লাভ করে ওয়ান-ইলেভেন নামে। অন্যটির নায়ক দেশের ছাত্র-জনতা। পরিচিতি লাভ করে জুলাই বিপ্লব নামে। ওয়ান-ইলেভেনের নায়ক মইন উ আহমেদের নেতৃত্বাধীন সেনাবাহিনী। বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়া সবাই তখন তাদের স্বাগত জানিয়েছিল। আওয়ামী লীগ ও তখনকার সুশীল সমাজ গর্ব করে বলত, ওয়ান-ইলেভেন তাদের আন্দোলনের ফসল। জুলাই বিপ্লবে ঘটল এর উল্টো। এ ঘটনার নায়ক ছাত্র-জনতা। আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলের নেতা-কর্মী ছাড়া দেশবাসী এ বিপ্লবে অংশগ্রহণ করেছে। আর এ বিপ্লবকে সমর্থন করেছে দেশপ্রেমিক সেনাবাহিনী। তবে দুটি ঘটনার উদ্দেশ্য এক ও অভিন্ন- দেশটা হবে জনগণের এবং দুর্নীতিমুক্ত। প্রতিষ্ঠিত হবে আইনের শাসন। মানুষের...
দেশ গঠনের আরও একটি সুযোগ হাতছাড়া হবে কি?
মন্জুরুল ইসলাম
মন্জুরুল ইসলাম
![দেশ গঠনের আরও একটি সুযোগ হাতছাড়া হবে কি?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738818200-60de099f79b50f208f81460ce238aab0.jpg?w=1920&q=100)
সর্বত্রই কুসংস্কারের শিকার নারীরাই
সুমন পালিত
অনলাইন ডেস্ক
![সর্বত্রই কুসংস্কারের শিকার নারীরাই](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738736041-59216d78d091627b522b4d21ffe4ab51.jpg?w=1920&q=100)
একবিংশ শতাব্দীকে বলা হয়- সভ্যতার উৎকর্ষের যুগ। তার পরও বিশ্বজুড়েই কুসংস্কার মানবসভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে। মানুষ শিক্ষাদীক্ষায় এগিয়ে গেলেও তার হৃদয়ের অন্ধকারাচ্ছন্ন কোঠায় সেই আলো আদৌ পৌঁছাচ্ছে কিনা, তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। এ একাবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বিরুদ্ধে সভ্য মানুষকে লড়তে হচ্ছে। সুদানের বিতর্কিত লেখিকা কোলা বুফ যাঁকে আফ্রিকার তসলিমা নাসরিন হিসেবে ভাবা হয়, তিনি তাঁর আত্মজীবনীমূলক বই ডায়েরি অব এ লস্ট গার্ল-এ খতনাপ্রথার বীভৎসতার চিত্র তুলে ধরেছেন। নারীবাদী এ লেখিকার দৃষ্টিভঙ্গির সঙ্গে যে কারোর দ্বিমত থাকতেই পারে। কিন্তু খতনাপ্রথার বিরুদ্ধে তাঁর ক্ষোভের প্রতি মনুষ্যচেতনাসম্পন্ন যে কেউ সহানুভূতিশীল হতে বাধ্য। সুদানের এ লেখিকাকেও তাঁর কিশোরী বয়সে খতনাপ্রথার শিকার হতে হয়েছিল। কুসংস্কারের কাছে তিনি নিজেকে বলি দিতে...
দেশ পরিচালনায় কেন ব্যর্থ হয় সুশীলরা?
অদিতি করিম
![দেশ পরিচালনায় কেন ব্যর্থ হয় সুশীলরা?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/04/1738640830-c17ba345eba1846528e437c85e5ae57d.jpg?w=1920&q=100)
গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারা দেশে রেল যোগাযোগ অচল হয়ে যায়। ট্রেন চালানোর সঙ্গে যুক্ত কর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। তারা বলেন, বারবার তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। সে জন্য তাদের সামনে আর কোনো বিকল্প নেই। হঠাৎ করে রেল যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে পড়ে লাখো মানুষ। জনজীবনে নেমে আসে এক দুর্বিষহ অবস্থা। এই পরিস্থিতিতে রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সরেজমিন কমলাপুর স্টেশনে যান। তিনি কর্মচারীদের ক্ষমতা দেখান, আন্দোলন প্রত্যাহার করার জন্য আহ্বান জানান। ধর্মঘট প্রত্যাহার না করলে কী করতে পারেন সে ব্যাপারেও সতর্ক করেন। কিন্তু এসব কোনো কিছুতেই কাজ হয়নি। সন্ধ্যায় রেল উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত নেতাদের বৈঠকও ব্যর্থতায় পর্যবসিত হয়। এক অনিশ্চয়তায় যখন...
অনেক আওয়ামী লীগ হলো আমাদের সত্যিকারের বিপদ
ফাহাম আব্দুস সালাম
![অনেক আওয়ামী লীগ হলো আমাদের সত্যিকারের বিপদ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/03/1738573663-77a4fc6cf0c785b14b0319fb84288a9d.jpeg?w=1920&q=100)
বাংলাদেশে অনেকেই হাসিনা কিংবা আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আতংকিত। না, আওয়ামী লীগ কিংবা হাসিনা ফিরে আসবে না। আমাদের সামনে আছে এর চেয়ে অনেক ভয়াবহ বিপদ। আমরা যদি খুব দ্রুত জব ক্রিয়েশান এবং ওয়েলথ ক্রিয়েট করতে না পারি - এই দেশে কমপ্লিট ব্রেক ডাউন অফ অর্ডার হবে। এই সিচুয়েশানে প্রত্যেকে একটা ট্রাইব তৈরী করবে। মিলিট্ৰি এবং সিভিল বিউরোক্রেসি আলাদাভাবে চলবে। যেটা সবচেয়ে সমস্যাজনক হবে - সেটা হোলো প্রত্যেকটা ফ্র্যাকশান নিজে নিজেই আওয়ামী লীগের মতো আচরণ করবে। একটার বদলে অনেক আওয়ামী লীগ হোলো আমাদের সত্যিকারের বিপদ। যেই ট্রাইব বেশী টাকা দিবে - য়ুটিউবাররা সেই দিকে আগুন দিবে। এবং অতি অবশ্যই রেমিটেন্স শাট-ডাউনের আহবান করা হবে। এই সরকার টিকে আছে বিএনপি-জামাত-মিলিট্ৰির অবিশ্বাস্য রাজনৈতিক সাপোর্টের কারণে। এলারমিস্ট নই, কিন্তু রিয়ালিটি হোলো যে বাংলাদেশের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর