আগামী ৮ ও ১৫ ফেব্রুয়ারি ছুটির দিনে বইমেলার সময়সুচীতে কিছুটা পবির্তন এনেছে বাংলা একাডেমি। ওই দিনগুলোতে সকাল ১১টার পরিবর্তে দুপুর ২টায় শুরু হবে অমর একুশে বইমেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষার জন্য ২ দিনের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের যেন বেগ পোহাতে না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানার স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার জন্য বইমেলার দুই দিনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ৮ ও ১৫ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য এই দুইদিন...
বইমেলায় ২ দিনের সময়সূচিতে পরিবর্তন
প্রেস বিজ্ঞপ্তি
বন্দরে বিনিয়োগ হলে অঞ্চলের উন্নতি ও কর্মসংস্থান সৃষ্টি হয়: নৌপরিবহন উপদেষ্টা
অনলাইন ডেস্ক
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বন্দরে বিনিয়োগ হওয়া মানে এ অঞ্চলের উন্নতি ও লোকের কর্মসংস্থান সৃষ্টি হওয়া। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে বন্দরের ১ নম্বর গেটের সার্ভিস এরিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নৌপরিবহন উপদেষ্টা এসব কথা বলেন। বন্দর কেন্দ্রিক প্রচুর বিনিয়োগ আসছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিশেষ করে বে-টার্মিনাল ও লালদিয়া। লালদিয়ার পাশে আরেকটি জায়গা নেওয়ার জন্যও তারা আলাপ আলোচনা করছেন। তিনি বলেন- আমরা আশাকরি আগামী চার-পাঁচ মাসের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটি চুক্তি হবে। বিশ্বব্যাংকের ৬৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আছে এখানে। বিশেষ করে চ্যানেল তৈরি করা, ব্রেকওয়াটার নির্মাণ। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় বিনিয়োগ এর মধ্যে। বন্দরে বিনিয়োগ হওয়া মানে এ...
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে যা বললেন সারজিস
নিজস্ব প্রতিবেদক
শেখহাসিনাকে একজন নির্লজ্জ উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম প্রশ্ন ছুড়ে বলেছেন, গত ১৫ বছরে হাজার হাজার মানুষকে গুম, খুন ও হত্যা করে শেখ হাসিনা কীভাবে বক্তব্য দেয়? ২৪ এর গণঅভ্যুত্থানে তার হুকুমে যতগুলো হত্যা ও আহত হয়েছেন তার বিচার না করে কীভাবে তিনি স্থাপনা ভাঙচুরের জন্য দেশের মানুষের কাছে বিচার চান। সন্ধ্যায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সামনে এসব প্রশ্ন তুলে ধরে বলেন, খুনি হাসিনা ও তাদের দোসরদের বিচার যদি না করা হয় তা হবে সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। সারজিস বলেন, আমরা জীবনের বিনিময়ে হলেও এই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের বিচার আদায় করেই ছাড়ব। হাজার হাজার ভাই-বোনকে তার নির্দেশে খুন করা হয় সে কীভাবে বাংলাদেশের মানুষের কাছে বিচার চায় আবার নির্লজ্জের মত বক্তব্য দেয়। তার বিচারের মঞ্চ হবে...
দ্রুত আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। সেখানে দেশি-বিদেশি গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস উইং জানায়, আয়নাঘর পরিদর্শনের মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের পরিবার আশ্বস্ত ও সাহস পাবেন। সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ নিশ্চিত করা এবং ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় রমজানে লোডশেডিং এড়াতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর