টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রেতাকে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান। বুধবার (১৩ ফেব্রুয়ারি) পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে এ ঘটনা ঘটে। অপরাধীরা পৌরসভার ভাল্লুক কান্দি এলাকার নালচান খার ছেলে নুর এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার। জানা যায, বেড়াডোমা এলাকায় গরুর মালিক বাছেরের একটি গরু মারা যায়। এরপর পাশেই মরা গরুটি ফেলে রাখেন। সেখানে সারা রাত পাহারা দেয়। ঘটনাস্থলে ভোরে তিনজন মিলে গরুটি চামড়া ছিলিয়ে রিকশাযোগে বাজারে নিয়ে এসে বিক্রি করছেন। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে উপপরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল বলেন, পৌর এলাকার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে দিলু মিয়ার মাংসের দোকানে মরা গরুর মাংস বিক্রি করছে। গোপন সংবাদের...
মরা গরুর মাংস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
![মরা গরুর মাংস বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739351414-47831af3b46ba37c91801a8e3e0c2091.jpg?w=1920&q=100)
সিলেট সীমান্তে জব্দ কোটি টাকার ভারতীয় পণ্য
সিলেট প্রতিনিধি
![সিলেট সীমান্তে জব্দ কোটি টাকার ভারতীয় পণ্য](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739350462-e78a6915c1adbcfd2e32645873b7f024.jpg?w=1920&q=100)
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান পণ্য জব্দ করেছে বিজিবি। পণ্যগুলো হলো ভারতীয় মহিষ, কমলা, শাড়ী, কিসমিস, হেয়ার অয়েল, চকলেট, জাংক, চিনি, গাড়ীর টায়ার, শ্যাম্পু, মুদ্রা, সুপারি, সনপাপড়ি, বেবী লোশন, ফুচকা, বিড়ি, মদ, মাহিন্দ্রা ট্রাক্টর, মোটরসাইকেল এবং পাথর উত্তোলনকারী নৌকা। আটককৃত মালামালের আনুমানিক ৯১ লক্ষ ২৭ হাজার ৯৬০ টাকা। এ ব্যাপারে লেঃ কর্নেল মোঃ নাজমুল হক, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই...
মুন্সিগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানে থানায় হামলা ও ভাঙচুর
মুন্সিগঞ্জ প্রতিনিধি
![মুন্সিগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানে থানায় হামলা ও ভাঙচুর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739349647-3b55beb84af5c8427a2fdecb8d8695eb.jpg?w=1920&q=100)
মুন্সিগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন থেকে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার ( ১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীনগরের বেলতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও অটোচালক রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে থানা গেটের সামনে দুপুরে মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা। একপর্যায়ে ১০০-২০০ মানববন্ধনকারী থানার ভেতরে ঢুকে হামলা করেন। এসময় সেখানে থাকা পুলিশের গাড়িসহ ৪টি যানবাহন, আসবাবপত্র ও থানা ভবনের দরজা-জানালা ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। গত ২১ জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন নিখোঁজ রোমান। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করে পরিবার। পুলিশ ২ জনকে আটক করলেও রোমানের সন্ধান মিলেনি এখনো। নিজের খরচ মেটাতে পড়ালেখার পাশাপাশি অটোরিকশা...
সেচপাম্পের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু
শেরপুর প্রতিনিধি
![সেচপাম্পের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739347771-d10f5550e6b334ad5031be01bda1783d.jpg?w=1920&q=100)
শেরপুরে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে সেচপাম্পের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ছাত্তারকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে কৃষক মো. আকরাম হোসেন (৪৫) ও নাওভাঙ্গা চরের মৃত সমেজ উদ্দিনের ছেলে কৃষিশ্রমিক হানিফ উদ্দিন (৫৩)। স্থানীয় ইউপি চেয়্যারমান আব্দুল্লাহ আল মাহমুদ খুররম জানান, কৃষক আকরাম হোসেন বুধবার সকাল ৯টার দিকে কৃষি শ্রমিক আব্দুল হানিফকে সাথে নিয়ে ধান ক্ষেতে পানি দিতে গিয়েছিল। সেখানে সেচ পাম্পের তার ছিড়ে আগে থেকেই পাম্প বিদ্যুতায়িত হয়ে থাকায় সেচ পাম্পের সুইচ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন আকরাম হোসেন। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল হানিফও বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর