মুঠোফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর সম্প্রতি আরোপিত কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের ডিজিটাইজেশন কার্যক্রম এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মকে আধুনিক আইটি জ্ঞানে সমৃদ্ধ করতে মোবাইল ফোনের সিম/রিম কার্ড এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর বর্ধিত ও নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে এই সেবাগুলোর ওপর গ্রাহকদের অতিরিক্ত খরচ আর বহন করতে হবে না। এর আগে, গত ৯ জানুয়ারি প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে ৫০০ টাকার সংযোগে গ্রাহকদের বাড়তি ৭৭ টাকা গুণতে হতো। মোবাইল সেবার ক্ষেত্রে ৩ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ করায় ১০০ টাকার রিচার্জে কর বেড়ে ২৮ টাকা ১০...
মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর আরোপিত কর প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক
নিজস্ব প্রতিবেদক
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের হাজার কোটি টাকা পাচাকারি সন্দেহে তার ঘনিষ্ঠ তারেক আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, তারেক আলম ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতি করেছেন। একইসাথে তারেক আলম ব্রিটিশ পাসপোর্টধারী বলে জানা গেছে। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশের সহায়তায় দুদকের একটি টিম। জানা গেছে, দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করতে যাচ্ছে। অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং নিয়মাচার ভেঙে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, এমন অভিযোগে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে দুদকে অনুসন্ধান চলমান রয়েছে। একইসঙ্গে অনিয়ম, দুর্নীতি, অর্থপাচারের অধিকতর অনুসন্ধান ও তদন্ত করতে তিন সংস্থার সমন্বয়ে...
সারজিসের পদত্যাগের পর ‘জরুরি উদ্বেগ’ পৌঁছে দিতে স্নিগ্ধর কাছে চিঠি
নিজস্ব প্রতিবেদক
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ত্যাগ করেছেন সারজিস আলম। এরপরেই জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বরাবর চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। যেখানে বলা হয়েছে, জরুরি উদ্বেগ পৌঁছে দিতে চিঠিটি লেখা। আজ বুধবার (২২ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির দপ্তর সেলের সম্পাদক মনিরা শারমিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আমরা জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে কিছু জরুরি উদ্বেগ আপনার কাছে পৌঁছে দিতে এই চিঠিটি লিখছি। এই উদ্বেগগুলোর মধ্যে রয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা লাভে বিলম্ব ও দীর্ঘসূত্রিতা, সাহায্য লাভের জন্য যে আবেদন করা হয় তার ফলাফল সম্পর্কে স্পষ্টতার অভাব, ফাউন্ডেশনের কর্মকর্তাদের মধ্যে সহানুভূতি এবং...
মালয়েশিয়া সরকারের ধীরগতির কারণে শ্রমিকদের পাঠাতে দেরি হচ্ছে: প্রবাসী কল্যাণ সচিব
নিজস্ব প্রতিবেদক
সব প্রক্রিয়া শেষ করেও যেসব শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে পাঠাতে মালয়েশিয়া সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব রহুল আমিন। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি জানান, মালয়েশিয়া সরকারের ধীরগতির কারণেই শ্রমিকদের পাঠাতে দেরি হচ্ছে। ১৮ হাজারের মধ্যে প্রায় দুই হাজার ইতোমধ্যে মালয়েশিয়া চলে গেছেন। যারা যেতে পারেননি তাদেরকে পাঠানোর ব্যাপারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগামী এপ্রিলের মধ্যে প্রথম ধাপে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর