ফরিদপুরের সদরপুর উপজেলায় প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়ানো মারুফকে সংবর্ধনা উৎসাহ উদ্দীপনা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় নিজ কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবর্ধনা দেওয়া হয়৷ এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার ইচ্ছা শক্তি দিয়ে নতুন কিছু সৃস্টি করে দেখিয়েছে। এ জন্য আগামীতে মারুফের সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্ক কাজে উপজেলা প্রশাসনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে৷ তিনি আরও বলেন, দারিদ্রতার কারণে মারুফের পড়ালেখা থেমে গেলেও তাকে আবার পড়াশুনায় মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারেও আমাদের সাহায্য সহযোগিতা থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে...
প্যারাগ্লাইডার বানানো মারুফকে সংবর্ধনা দিলেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক

বলাৎকারের দায়ে মোয়াজ্জিনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ৯ বছরের এক শিশুছাত্রকে বলাৎকারের দায়ে নাজমুল ইসলাম (২৭) এক মোয়াজ্জিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল ইসলাম জীবননগর উপজেলার হাসাদাহ ঘুষিপাড়া গ্রামের সেলিম উদ্দীনের ছেলে। রায় ঘোষণার পর পুলিশ প্রহরায় তাকে কারাগারে নেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মে জীবননগর উপজেলার হাসাদহ এলাকায় একটি মসজিদে ওই শিশুকে বলাৎকার করেন মোয়াজ্জিন নাজমুল ইসলাম। ওই বছরের ৩০ জুন নাজমুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার তৎকালীন এসআই শাহ আলী মিয়া। নাজমুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে...
ঝিনাইদহে ইরি ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে শুরু হয়েছে নতুন ইরি ধান কাটা, মাড়াই ও শুকানোর ব্যস্ততা। উপজেলার বিস্তৃত ফসলের মাঠ জুড়ে সোনালী ধান কাটার যেন উৎসবে চলছে। নতুন ধান কাটতে ও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষক-কৃষাণী ও দিনমজুররা। সেই সাথে ঘরে ঘরে চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকেরা দল বেঁধে ধান কাটছেন আর মনের সুখে গান গাইছেন। কেই ধানের আটি বাঁধছেন, কোথাও কোথাও ধান কেটে মাঠের মধ্যেই বাদা দিয়ে রাখছেন। আবার বিভিন্ন যানবাহনে ও কৃষকেরা কাঁধে করে ধান বয়ে নিয়ে যাচ্ছেন নিজ বাড়িতে। ফসলের মাঠ থেকে বাড়ি সর্বত্র চলছে নতুন ধান ঘরে তোলার মাহা উৎসব। কৃষকেরা জানান, এখন পুরো ধমে ইরি ধান কাটা শুরু হয়েছে। কাঠ ফাঁটা রোদ উপেক্ষা করে সকাল-সন্ধ্যা মাঠে কাজ করছেন কৃষকরা। কৃষকরা আরও জানান,যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে ১০-১২ দিনের...
ব্যতিক্রমী অভিযানে ইউএনও; বললেন, বন্ধুকের গুলির চেয়ে কথা শক্তিশালী
আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে সড়কের অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। তবে এই উচ্ছেদ অভিযানে হয়নি কোনো জরিমানা। ব্যবসায়ীদের বুঝিয়ে সরানো হচ্ছে অবৈধ জায়গা থেকে। যা একটি ব্যতিক্রম উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা। রোববার বিকেলে শিবগঞ্জ বাজার এলাকায় এমনি চিত্র চোখে পড়ে। সারেজমিনে দেখা যায়,সদর উপজেলা নির্বাহী অফিসার গাড়ি থেকে নেমে সড়কের ওপরে অবৈধভাবে ব্যবসা করা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। এসময় তিনি ব্যবসায়ীদের এসব অপরাধে জরিমানা বিষয়ে অবগত করেন। সেই সাথে দ্রুত সময়ে সড়কের ওপর অবৈধ দখলদারী ছেড়ে দিতে বলেন। স্থানীয়রা বলছেন, পরপর দুইদিন এভাবেই বাজার এলাকায় এসে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের বুঝিয়ে বলছেন আইনের বিভিন্ন বিষয়ে। সেই সাথে অবৈধ স্থান থেকে সরেও যেতে বলছেন। কোনো...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর