নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি চীনের সঙ্গে দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি চার দিনের সফরে চীন গেছেন প্রবীণ এই কমিউনিস্ট নেতা। এ বছর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। সাধারণত, নেপালের প্রধানমন্ত্রীরা দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর হিসেবে ভারত সফরে যান। কিন্তু অলি এই রীতির পরিবর্তন ঘটিয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) শুরু হওয়া এই সফরে অলি এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে বৈঠক হয়। দুই দেশের মধ্যে ৯টি চুক্তি নবায়ন হয়েছে। যদিও এসব চুক্তি নতুন নয়, বরং আগের চুক্তিগুলোর পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। প্রেসিডেন্ট সি নেপালের অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং নেপালকে স্থলবেষ্টিত দেশ থেকে স্থল-সংযুক্ত দেশে রূপান্তর করার ইচ্ছা প্রকাশ করেছেন।...
প্রথম সফরেই দিল্লিকে বাদ দিয়ে বেইজিং গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী!
অনলাইন ডেস্ক
রাশিয়ায় বন্দি অবস্থায় ইউক্রেনীয় মেয়রের মৃত্যুর অভিযোগ
অনলাইন ডেস্ক
ইউক্রেন জানিয়েছে, রাশিয়ার আক্রমণের প্রথমদিকে জাপোরিঝিয়া অঞ্চলে আটক হওয়া দিনিপ্ররুদনে শহরের মেয়র ইয়েভগেন মাতভেইয়েভের মরদেহ বুধবার (৪ ডিসেম্বর) তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। কিয়েভের দাবি, মাতভেইয়েভ মস্কোর হেফাজতে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেডোরভ বলেন, মাতভেইয়েভ দুই বছর আট মাস রুশ বাহিনীর হাতে বন্দি ছিলেন এবং তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সর্বশেষ বন্দি বিনিময়ের সময় তার মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়। ২০২২ সালে রাশিয়া জাপোরিঝিয়ার বেশ কিছু এলাকা দখল করে, যার মধ্যে দিনিপ্ররুদনে শহরও ছিল। যুদ্ধের প্রথম দিকেই মাতভেইয়েভকে আটক করে রুশ বাহিনী। ২০২২ সালের মার্চে ইউক্রেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা মাতভেইয়েভের মুক্তির জন্য আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানান।...
নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে তিন সপ্তাহের জন্য মুক্তি
অনলাইন ডেস্ক
ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মাদিকে চিকিৎসার কারণে তিন সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। তার আইনজীবী মোস্তাফা নিলি মঙ্গলবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য জানান। এএফপির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের নভেম্বর থেকে কারাবন্দি থাকা মোহাম্মাদির শারীরিক অবস্থার অবনতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইনজীবী মোস্তাফা এক্সে (টুইটারের নতুন নাম) এক পোস্টে উল্লেখ করেছেন, চিকিৎসকের পরামর্শে পাবলিক প্রসিকিউটর তার কারাদণ্ড তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন এবং তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। নার্গিস মোহাম্মাদির পরিবার ও সমর্থকরা এই অস্থায়ী মুক্তিকে পর্যাপ্ত মনে করছেন না। তারা এক বিবৃতিতে বলেন, তিন সপ্তাহের ছুটি যথেষ্ট নয়। আমরা তার অবিলম্বে ও শর্তহীন মুক্তি দাবি করছি অথবা মুক্তির মেয়াদ অন্তত তিন মাস...
মার্শাল ল জারির প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগপত্র জমা দিলেন
অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন আজ বুধবার দেশের নাগরিকের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কাছে । এর আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল মার্শাল ল ঘোষণা দেওয়ার পর তার সিনিয়র প্রেসিডেনশিয়াল স্টাফরাও সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার সকালে প্রেসিডেন্টের কার্যালয় প্রধান ও সিনিয়র সচিবদের গণপদত্যাগের ঘোষণা সাংবাদিকদের জানানো হয়। দক্ষিণ কোরিয়ায় অভূতপূর্ব মার্শাল ল ঘোষণার পরই মূলত এই পদত্যাগের ঘটনাগুলো ঘটল। মঙ্গলবার দেশটিতে মার্শাল ল জারির সঙ্গে সঙ্গেই তা সংসদে বাতিল করা হয়। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট অস্থির হয়ে পড়ে। প্রেসিডেন্ট ইউন মঙ্গলবার রাতে ৪৫ বছরের মধ্যে প্রথমবারের মতো মার্শাল ল কার্যকর করেন। তবে ৩০০ আসনের সংসদে ১৯০ জন আইনপ্রণেতা তার এই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর