ময়মনসিংহের নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ভোরে তিনি কর্মস্থল ত্যাগ করেন। এর পরপরই থানায় হাজির হন অন্তত ৩০ জন পাওনাদার, যারা অভিযোগ করেন, ওসি ফরিদ তাদের কাছ থেকে টাকা নিয়েছেন বা দোকান থেকে মালামাল নিয়েও মূল্য পরিশোধ করেননি। স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল থানায় ওসি হিসেবে গত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর যোগ দিয়েছিলেন ফরিদ আহম্মেদ। আইনশৃঙ্খলার অবনতি, ঘুষ ও হয়রানির অভিযোগে তিনি সমালোচনার মুখে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ইয়াবা কারবার ও গ্রেপ্তার বাণিজ্যে জড়িত ছিলেন। ওসি ফরিদের বিরুদ্ধে এক রাতেই ৫টি মামলা রেকর্ডভুক্ত করার অভিযোগও উঠেছে। এসব মামলার বাদীরা দাবি করেন, মামলা নিতে ৭৮ হাজার টাকা ঘুষ নিয়েছেন ওসি। অন্যদিকে মামলা নেওয়ার নামে বিচার প্রার্থীদের হয়রানি করা হচ্ছিল নিয়মিত।...
ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়
অনলাইন ডেস্ক

মৃত দাদির স্বপ্নাদেশ পেয়ে আ. লীগ নেতার বিরুদ্ধে ছাগল হত্যার অভিযোগ
নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে সম্প্রতি গভীর রাতে মৃত দাদিরস্বপ্নাদেশ পেয়ে নির্বাচনী প্রচারণায় ছাগল হত্যারবিচার করার জন্যসাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলামের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পাশাপাশি শুক্রবার (১৪ মার্চ) বিকেলে থানা চত্বরে অবস্থিত চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেন গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম। নির্বাচনী গণসংযোগের নিয়ন্ত্রণহীন গাড়ি বহরে পৌরসভার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার রাজা ফকিরের ছেলে নান্নু ফকিরের একটি বড় (গর্ভবতী) ছাগল মারা যায়। ৬ বছর...
শেরপুরে মহিলা আ.লীগ নেত্রী রূপালি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

শেরপুরের ঝিনাইগাতীতে মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা সিদ্দিকা রূপালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) ভোরে উপজেলার তেঁতুলতলা এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক। রূপালি তেঁতুলতলা গ্রামের আব্দুর রহিমের মেয়ে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আয়শা সিদ্দিকা রূপালিকে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। news24bd.tv/এআর
মামলা থেকে আ. লীগ নেত্রীর নাম কাটাতে গিয়ে ব্যবসায়ী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা থেকে এক আওয়ামী লীগ নেত্রীর নাম বাদ দেওয়ার জন্য পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলায় অমিত বণিক নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় থানায় বাদীকে মারধর এবং গুলি করার চেস্টার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছে খোদ পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) সকালে ব্যবসায়ী অমিত বণিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও রংপুর মহানগর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ছিলেন। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলার (নম্বর-১২, তারিখ ২৩-১১-২০২৪) আসামি রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার বাসিন্দা লিপি ভরসা নামে আওয়ামী লীগের এক নেত্রী। নগরীর আওয়ামী...