আজ শুক্রবার জাতীয় যুবদিবস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে জাতীয় যুবদিবস-২০২৪ পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।
জাতীয় যুবদিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সের সামনে দিবসটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উল্লেখ্য, প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্যাটাগরিতে ১৭ টি পুরস্কার দেবে মন্ত্রণালয়।
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ: প্রধান উপদেষ্টা
০১ নভেম্বর, ২০২৪...
অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ: প্রধান উপদেষ্টা
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় যুব দিবস
বাসস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশর অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে এক বাণীতে এ কথা বলেন।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় যুব দিবস- ২০২৪ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে ড. ইউনূস এ উপলক্ষ্যে দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দিবসের এবারের প্রতিপাদ্য- দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও মন্তব্য করেন।
আমাদের অদম্য যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে- এ কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ...
ঢাবির অধিভুক্ত থাকছে ৭ কলেজ, প্রশাসনিক কাজ হবে আলাদা
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকছে রাজধানীর সরকারি সাত কলেজ। তবে তাদের জন্য থাকবে পৃথক ব্যবস্থা, যেখানে তাদের বিষয়টা দেখা হবে আলাদাভাবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, সাত কলেজের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাত কলেজের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। তাদের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে সাত কলেজ। তবে তাদের প্রশাসনিক কাজ আলাদাভাবে করার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, তাদের আলাদা রেজিস্ট্রার থাকবে, ডেডিকেটেড কর্মকর্তা থাকবে। এগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমরা আশা করি তারা আন্দোলন...