ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় না হওয়া পর্যন্ত দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। শুক্রবার (১ নভেম্বর) মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় চো সন হুই যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তার দেশে পারমাণবিক হামলার ষড়যন্ত্রের অভিযোগও তোলেন। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হইয়েছে এই তথ্য।
চো বলেন, “আমাদের ঐতিহ্যবাহী, ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা ইতিহাসের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এসেছে এবং অবিচ্ছেদ্য স্তরে পৌঁছেছে।” তিনি এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূমিকাকে প্রশংসা করেন।
চো সন হুই বলেন, “পুতিনের নেতৃত্বে রুশ সেনাবাহিনী ও জনগণ তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে সংগ্রামে বিজয় অর্জন করবে।” তিনি আরো বলেন, “বিজয়ের সেই দিন পর্যন্ত আমরা রাশিয়ার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকব।”
লাভরভও দুই দেশের সামরিক সম্পর্কের ঘনিষ্ঠতার কথা তুলে ধরে বলেন, এই ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে তারা গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পর্কিত কাজগুলো একসঙ্গে সমাধান করতে পারছেন।