বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপদেষ্টা পরিষদের সভায় গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই নতুন অধ্যাদেশে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে, আর ৯০ শতাংম রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীদের জন্য। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে এদিন সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, অধ্যাদেশে নতুনভাবে সিটি করপোরেশন ও পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, বোর্ডে ৯ জন সুবিধাভোগী সদস্য নির্বাচিত হবেন, যাদের মধ্য থেকে ৩ জন মনোনীত হয়ে চেয়ারম্যান হবেন। তিনি জানান, রাজস্ব অধ্যাদেশে দুটো বিভাগ হচ্ছে, একটি কর আদায় ও অপরটি...
গ্রামীণ ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন সংস্কারের আগে নিবন্ধন করবে না এনসিপি: রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন করবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি জানান, এটা তাদের রাজনৈতিক অবস্থান। সরকার নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিবে সে অনুযায়ী রাজনৈতিক দল গুলো তাদের প্রস্তুতি নেবে। এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশনে কিছু কিছু সংশোধন অনুমোদন করা হয়েছে। একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও জারি মোকদ্দমার আলাদা কোনো মামলার প্রয়োজন নেই, কয়বার সময় নেয়া যাবে সেটাও নির্ধারণ করা হয়েছে। তিনি...
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকরা আবেদন করতে পারছেন। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলবে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। চিঠিতে জানানো হয়, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পন্ন করতে হবে। আর ২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত এবং ২৮ এপ্রিল সিস্টেম থেকে স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপ-পরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। শিক্ষকরা...
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে পাকিস্তানের আমনা বালুচ
নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। এদিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসি বৈঠকে ইসলামাবাদের নেতৃত্ব দেন বালুচ। অন্যদিকে, ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। এরপর মধ্যাহ্নভোজ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বালুচ। তবে ওই বৈঠকে আলোচনা নিয়ে এখনো কোনো পক্ষ গণমাধ্যমে কথা বলেনি। পাকিস্তানের দিক থেকে গণমাধ্যমে কথা বলবে কিনা, সেটি নিশ্চিত নয়। তবে বৈঠক নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব বিকেলে গণমাধ্যমকে ব্রিফ করবেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর