দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সেখানে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জিপিও থেকে শিক্ষা ভবন পর্যন্ত রাস্তা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া পুরো সচিবালয় এলাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এপিবিএনের সদস্যরা কঠোর নিরাপত্তায় নিয়োজিত আছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আরও পড়ুন ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক যেভাবে ধরা পড়লেন ২৬ ডিসেম্বর, ২০২৪ তিনি বলেন, আগুন লাগার পরপর গতকাল বুধবার রাত ২টার দিকে আমরা সচিবালয়ের সামনের দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি। শুধু ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ...
সচিবালয়ের সামনের নিরাপত্তা জোরদার, সড়কে যান চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
সচিবালয়ে আগুন, যে তলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত
অনলাইন ডেস্ক
দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি এ কথা জানান। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা হচ্ছে। এর আগে, মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের শুরুতে রাত ১টা ৫৪ মিনিট থেকে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। তবে তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।...
সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কা, ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে তাকে ওই কাভার্ডভ্যান ধাক্কা দেয়। প্রথমে তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাস্তায় রক্তের দাগ দেখা যায়।...
সচিবালয়ের আগুন নেভাতে ইউনিট বেড়ে ১৩
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নেভাতে প্রথমে ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ শুরু করে। পরে আরও পাঁচ ইউনিট যোগ দেয়। বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লাগার তথ্য নিশ্চিত করা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আগুনের আকার এখন পর্যন্ত বড় বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর