জিএমপি সদর বাঙ্গালগাছ এলাকার জোড়া খুনের মামলার মূল আসামি মোঃ আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই। জিএমপি সদর থানার বাঙ্গালগাছ এলাকা থেকেই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। মামলার বাদীর সঙ্গে তার চার ছেলে আল আমিন (৩৫), আমিরুল (৩২), শফিকুল ইসলাম (২৫), শুকুর আলী (২২) থাকতো। চার ছেলেই ব্যাটারিচালিত অটোরিক্সার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। গত বছরের ২০ অক্টোবর বাদীর তিন ছেলে আমিরুল, শফিকুল ইসলাম, শুকুর আলী সকাল থেকে বিকাল পর্যন্ত ভুরুলিয়া প্রজেক্টে মাছ ধরে বাসায় ফেরে। মাছ রেখে সন্ধ্যার দিকে বাদীর দুই ছেলে শফিকুল ইসলাম ও শুকুর আলী বাহিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে বাদীর পুত্রবধূ সুমা আক্তার তারা কোথায় যাচ্ছে জানতে চান। উত্তরে তারা জানায় পাওনা টাকা নিয়ে আসার জন্য তারা দুই ভাই বাঙ্গালগাছ বাঁশবাজারে যাচ্ছেন। একই দিন রাত সাড়ে ৭টায়...
বাঙ্গালগাছ এলাকার জোড়া খুনের মামলার মূল আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ঘন কুয়াশায় নাটোরে ছয় ট্রাকের সংঘর্ষ, নিহত ১
অনলাইন ডেস্ক
নাটোরে ঘন কুয়াশার কারণে ছয়টি ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন জানান, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আরও চারটি ট্রাক ওই দুটি ট্রাককে ধাক্কা দেয়। ফলে পাঁচটি ট্রাক রাস্তায় আটকা পড়ে এবং একটি ট্রাক খাদে পড়ে যায়। দুর্ঘটনায় একটি মালবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত সাতজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত ও নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক...
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই মুক্তিযোদ্ধার নাম আবদুল হাই কানু। গত শনিবার তিনি নিজ এলাকা লুধিয়ারায় ফিরে আসেন। এরপর গতকাল রোববার স্থানীয় কয়েকজন তাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা করে। এরপর এলাকা থেকে বের করে দেয়। স্থানীয়দের থেকে জানা যায়, মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনাটি রোববার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেছে। এ ঘটনার ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে এলাকা ছেড়ে যেতে বলছে। এ সময় গ্রামবাসীর কাছে তাকে ক্ষমা চাওয়ার জন্যও বলতে শোনা যায়। জুতার মালা পরানো ও এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। আরও পড়ুন খাদের...
গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হলেন ৩ কিশোর
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩ কিশোর নিহত হয়েছেন। রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ কথা জানান। নিহতরা হলেন আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫) এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন (১৬)। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর