অসচ্ছল পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে এক বুক স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের যুবক মোহাম্মদ আকরাম হোসেন। যদিও ভাগ্যের নির্মম পরিহাসে রণক্ষেত্রেই প্রাণ দিতে হয় তাকে। তার এই মৃত্যুর সংবাদে পরিবারে বইছে শোকের মাতম। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে হোসেনপুর গ্রামে আকরামের বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট একতলা বাড়িতে ভিড় জমিয়েছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। ঘরের মেঝেতে পড়ে রয়েছেন আকরামের মা মবিনা বেগম। বারবার জ্ঞান হারাচ্ছেন, আবার জেগে উঠে বিলাপ করছেন। সন্তানের সর্বশেষ মোবাইল ফোন কথোপকথন মনে করে তিনি বলছিলেন, আইচ্ছা আম্মা, ভালো থাইকো... পরে ফোন দিমুনে এই বাক্যই ছিল মায়ের সঙ্গে আকরামের শেষ কথা। আকরামের বাবা মোরশেদ মিয়া পেশায় একজন কৃষক। সংসারের ভার বহন করছিলেন একাই, কিন্তু তা আর সম্ভব হচ্ছিল না। ছেলেকে...
‘যারা আমার ছেলেকে যুদ্ধে পাঠাইছে ওদের বিচার চাই’
নিজস্ব প্রতিবেদক

মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে আদরের বাহানায় পালালেন নারী
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলা হাসপাতাল থেকে ছয় মাস বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভবনের ষষ্ঠ তলার শিশু ওয়ার্ডে ঘটনাটি ঘটে। চুরি যাওয়া আব্দুর রহমান সদর উপজেলার মহিষের চরের পাকা মসজিদ এলাকার সুমন মুন্সি ও সুমি আক্তার দম্পতি সন্তান। হাসপাতাল, পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সুমনের মেজো সন্তান জামিলা আক্তারকে তিন দিন আগে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ দুপুরে মা সুমি হাসপাতালে বসেই বড় সন্তান জান্নাতকে খাওয়াচ্ছিলেন। এ সময় গোলাপি রঙের বোরকা পরা এক নারী এসে সুমির কোল থেকে ছোট সন্তান আব্দুর রহমানকে নিজের কোলে নেন। তিনি শিশুটিকে আদর করতে করতে একপর্যায়ে হাসপাতালের বারান্দায় যান। পরে মায়ের চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির করে শিশুটিকে না পেয়ে পুলিশে জানানো হয়। হাসপাতালের বাইরের...
ছাদ উড়ে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত করল বিআরটিএ
অনলাইন ডেস্ক

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সমষপুরে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ছাদ উড়ে যাওয়া বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ৮ জন আহত হন। আজ শনিবার (১৯ এপ্রিল) বিআরটিএর উপপরিচালক (ইঞ্জি.) মো. সানাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা রেল ফ্লাইওভারের ওপর বরিশাল এক্সপ্রেস নামক ঢাকা মেট্রো-ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানটি সামনে থাকা একটি প্রাইভেট কারকে দ্রুতগতি ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ড ভ্যানে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাসচালক আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পেছনে পুলিশ ও...
পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে তল্লাশি, দুই ভুয়া ডিবি আটক
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে তল্লাশির সময় দুই ভুয়া ডিবিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর (৩০) ও নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১)। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে তাপস কুমার পালের স্বর্ণের দোকানে ওই দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশি শুরু করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়। এরপর পাঁচবিবি পুলিশ ডিবি অফিসে ফোন করে বিষয়টি নিশ্চিত হলে তাদের আটকিয়ে রাখতে বলেন। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর