বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী হাজরাংপাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজরাংপাড়ায় অভিযান চালিয়ে দুটি বন্দুক, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং কম্ব্যাট পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানটি সন্ত্রাসীদের কার্যক্রম প্রতিরোধে বিজিবির ধারাবাহিক উদ্যোগের অংশ বলে জানানো হয়।