জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। এতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন। এক পর্যায়ে রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে সড়কে শুয়ে পড়েন ইনকিলাব মঞ্চের নেতারা। এর আগে, দুপুর সাড়ে ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে এই পদযাত্রা শুরু করেন। মিছিলটি মৎস্যভবন হয়ে দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও এপিবিএন এর সদস্যদের যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশেই ব্যারিকেড দিতে দেখা যায়। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডানপাশের...
আ.লীগের নিবন্ধন বাতিল চায় ইনকিলাব মঞ্চ, শুয়ে পড়লেন কাকরাইল মোড়ে
নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাংক এবং এডিবি’র ১.১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন মার্কিন ডলার এবং এডিবি ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি বাজেট সাপোর্ট সহায়তা অনুমোদন করেছে। মোট ১.১ বিলিয়ন মার্কিন ডলারের এ বাজেট সহায়তা চলতি ডিসেম্বর মাসের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আজ রোববার (২২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাজেট সহায়তার পাশাপাশি বিশ্বব্যাংক স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৩৭৯ মিলিয়ন এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তাও অনুমোদন করেছে। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মধ্যে স্ট্রেন্থেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট এন্ড গর্ভনেন্স প্রোগ্রাম, সাবপ্রোগ্রাম ১ শীর্ষক কর্মসূচির জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি...
পরিবর্তন হলো বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম
নিজস্ব প্রতিবেদক
যমুনা নদীর ওপর নির্মিত রেলসেতুর নাম পরিবর্তন করা হয়েছে এবং এখন এটি যমুনা রেলসেতু হিসেবে পরিচিত হবে। পূর্বে এ সেতুর নাম ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু। রোববার (২২ ডিসেম্বর) গণমাধ্যমকে এই তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি বলেন, যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকবে না। এটি এখন যমুনা রেল সেতু নামেই উদ্বোধন করা হবে এবং ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে এ সেতু উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কাজ চলমান রয়েছে। এছাড়া তিনি উল্লেখ করেন, রেলে ইঞ্জিনের সংকট রয়েছে, তাই নতুন ট্রেন চালু করতে পারছি না। তবে, রাষ্ট্রপতি মহামান্য অনুরোধ করেছেন, পাবনাবাসীর জন্য নতুন ট্রেন চালু করা যায় কিনা, এবং এ বিষয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। এর আগে, গত শুক্রবার, অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব...
সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে নতুন বার্তা দিলেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম বেতন চালু করা উচিত বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ওয়েজ বোর্ড সিস্টেম ত্রুটিপূর্ণ। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-গণমাধ্যম প্রসঙ্গের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, একটা বেসিক বেতনের নিচে যেন সাংবাদিকদের নিয়োগ না করা যায়। ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। ন্যূনতম বেতনের বাইরে কেউ নিয়োগ দিলে তাদের বন্ধ করে দিতে হবে। আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলোর উন্মোচন করা উচিত। ওদের কারণেই সাংবাদিকরা কম বেতন পাচ্ছে। তিনি আরো বলেন, সংবাদের ক্ষেত্রে কনটেন্ট প্রটেকশন দিতে হবে। যারা অরিজিনাল কনটেন্ট করেন, তাদের কপিরাইট প্রটেকশন দিতে হবে। সাংবাদিকতা কোনো সস্তা জিনিস নয়। প্রেস সচিব বলেন, সাংবাদিকদের একটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত