সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনকে (৫৪) হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার কাকবসিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিহাব উদ্দিন আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের বাসিন্দা এবং একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা। তিনি সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৫ আগস্টের পর কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান, শিহাব উদ্দিনকে স্থানীয় প্রতাপনগর এলাকায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য।...
হত্যা মামলায় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার
টাঙ্গাইলে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সরকারি গ্রন্থাগার মিলনায়তনে এআলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গ্রন্থাগারের ইনচার্জ মো. ওয়াকিফুল ইসলাম লিটন। সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. শহিদুজ্জামান মিয়া, শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল, তরুণ প্রজন্মের পক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া কামালসহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।...
সুনামগঞ্জ সীমান্তে গরুসহ ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিপুলসংখ্যক ভারতীয় গরু, ফুসকা, চিনি ও সুপারি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকার বেশি। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলার বিভিন্ন উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পণ্যগুলো আটক করা হয়। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, দোয়ারা বাজার উপজেলা সীমান্তের বাঁশতলা বিওপি জুমগাঁও নামক স্থান হতে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এছাড়াও তাহিরপুর উপজেলা সীমান্তের লাউরগড় যাদুকাটা নদী, চাঁনপুরের বারেকটিলা, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর ও জেলার মাটিরাবন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ফুসকা, সুপারি এবং চিনি আটক করা হয়। যার...
চাঁদপুরে ৪০০ কেজি জাটকা জব্দ
অনলাইন ডেস্ক
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৪শ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৫ ফেব্রুয়ারি) এমভি নাঈম মিম-২ নামের একটি লঞ্চ থেকে এ জাটকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম মমিনুর রহমান। বিজয় কুমার দাস বলেন, গত সোমবার রাতে সুরেশ্বর থেকে ঢাকাগামী লঞ্চ এমভি নাঈম মিম-২ মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় আসলে সেই লঞ্চে বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় লঞ্চ থেকে ৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। তিনি বলেন, মাছগুলো স্থানীয় এতিমখানার এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত