ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধোত্তর সরকার গঠন নিয়ে গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন বিদেশি কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের বর্বর হামলার ফলে বিধ্বস্ত গাজায় যুদ্ধপরবর্তী অস্থায়ী শাসনব্যবস্থা ও শান্তিরক্ষা কার্যক্রম কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থাটি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা গাজা ছাড়লে আমিরাত-যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো সেখানকার পুনর্গঠন, নিরাপত্তা ও শাসন পরিচালনা সাময়িকভাবে দেখভাল করতে পারে কিনা এ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বলা হয়, এই দেখভাল ততদিন চলতে পারে যতদিন পর্যন্ত ফিলিস্তিন প্রশাসন দায়িত্বভার নিতে সক্ষম না হয়। কূটনীতিক ও...
গাজায় যুদ্ধোত্তর সরকার গঠন নিয়ে তিন দেশের গোপন আলোচনা
অনলাইন ডেস্ক
মাঝ আকাশে বন্ধ হলো বিমানের ইঞ্জিন, জরুরি অবতরণ
অনলাইন ডেস্ক
পাইলটের কৃতিত্বেই বড় বিপদ থেকে বাঁচল এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমান। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মাঝ আকাশে বিকল হয়ে যায়বিমানের ইঞ্জিন। সঙ্গে সঙ্গে যাত্রীদের নিয়ে বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করে। ওই ঘটনায় কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি। পরে তাঁদের ভিন্নপথে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানায়, রোববার সন্ধ্যায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমান। নির্ধারিত সময় ৫টা ৪৫ থাকলেও কিছু সমস্যার কারণে সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ বিমানটি আকাশে ওড়ে। এর পরেই মাঝ আকাশে বন্ধ হয়ে যায় এয়ারবাস এ-৩২০ বিমানের ইঞ্জিন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে রাত ৮টা ১১ মিনিট নাগাদ জরুরি ভিত্তিতে বিমানটিকে অবতরণ করান পাইলট। তবে ঘটনায় কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি। এরপর রাত...
ভারতের আসামে কয়লাখনি প্লাবিত, আটকা পড়েছেন ৯ শ্রমিক
অনলাইন ডেস্ক
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দিমা হাসাও জেলার উমরাংসতে একটি কয়লাখনি প্লাবিত হয়ে এর ভেতরে ৯ জন শ্রমিক ২৪ ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়ে আছেন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে শ্রমিকদের উদ্ধারে ডুবুরি নামানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জেলার পুলিশপ্রধান রয়টার্সকে বলেন, গতকাল সোমবার খনি পানিতে প্লাবিত হয়পানির উৎস খনির ভেতরেই ছিল। তারা (শ্রমিক) সম্ভবত পানিপ্রবাহের কোনো পথে আঘাত করেছিল। এর ফলে সেখানে ছিদ্র হয়ে পানি বের হয়ে খনিটি প্লাবিত হয়। স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল সোমবার সকালে অন্তত ২৭ জন শ্রমিক খনির ভেতর প্রবেশ করেন। তবে গর্ত পানিতে ভরে যেতে শুরু করলে অনেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এদিকে আজ জেলার দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ সকাল ৯টার দিকে জানায়, খনির ভেতর তিনটি মৃতদেহ...
ফরাসি ডানপন্থি রাজনীতিবিদ লে পেন মারা গেছেন
অনলাইন ডেস্ক
ফরাসি উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ জাঁ-মারি লে পেন মারা গেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। একটি পারিবারিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির। লে পেন ১৯৭২ সালে ফ্রান্সের উগ্র ডানপন্থি ন্যাশনাল ফ্রন্ট পার্টির প্রতিষ্ঠা করেন। কয়েক দশক ধরে তাকে ফ্রান্সের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেখা হতো। লে পেন ১৯৭২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ন্যাশনাল ফ্রন্টের সভাপতি ছিলেন এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত একই দলের অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ফরাসি এই ডানপন্থি নেতা একজন হলোকাস্ট (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের ওপর চালানো গণহত্যা) বিরোধিতাকারী ছিলেন। এছাড়া তিনি জাতি, লিঙ্গ এবং অভিবাসন ইস্যুতে অত্যন্ত চরমপন্থি (রক্ষণশীল) হিসেবে পরিচিত। অভিবাসন এবং...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর