অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে প্রতিবন্ধকতা দূর করে অন্তর্বর্তী সরকার দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে। আজ শনিবার দুপুরে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা করো জন্য হুমকি না। কেউ আমাদের জন্য হুমকি হয়ে হয়ে দাঁড়াক তাও চাই না। বিগত আওয়ামী লীগ সরকার ভারতের সমস্যা ও উদ্বেগ দূর করার চেষ্টা করেছে। তবে বাংলাদেশের সমস্যাগুলো সমাধানে তেমন নজর দেয়নি।
তিনি বলেন, জাতীয় ঐক্য না থাকায় কূটনৈতিক ক্ষেত্রে অতীতে অনেক কিছু অর্জন করতে পারেনি বাংলাদেশ। জাতীয় স্বার্থে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান তৌহিদ হোসেন।
news24bd.tv/TR