আবাহনীর বিপক্ষে মাঠে নামলেই মোহামেডান যেন ঘাবড়ে যায়। ম্যাচ শেষে ফলাফল একটাই দাঁড়ায়। আর সেটা মোহামেডানের হার। টানা ৯ বছর ধরেই চলছিলো এই ফলাফল। শেষবার তারা আকাশি-নীলদের হারিয়েছিলো ২০১৬ সালের মে মাসে। সেবারের ডিপিএলের লিগ পর্বে ৮ উইকেটে জিতেছিলো সাদা-কালোরা। অবশেষে লিস্ট এ ক্রিকেটে সব মিলিয়ে ১১ ম্যাচ ও প্রায় ৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারল মোহামেডান। আজ শনিবার (১২ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই ঐতিহ্যবাহী দল। সেখানে ৩৯ রানে জিতেছে মোহামেডান। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১০ বল বাকি থাকতে ২৬৪ রানে অলআউট হয় তারা। জবাবে ১৬ বল আগেই আবাহনী গুটিয়ে যায় ২২৫ রানে। লিগ পর্বে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেলেও পয়েন্ট তালিকার শীর্ষেই রইল আবাহনী। ১১ ম্যাচে তাদের অর্জন ১৮...
৯ বছর পর আবাহনীকে কুপোকাত মোহামেডানের
নিজস্ব প্রতিবেদক

মাঠে হাজির তামিম
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। আজ শনিবার (১২ এপ্রিল) সকালেই দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হন তামিম। তখন মাঠে চলছিলো ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ। গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথমে মাইনর ও পরে ম্যাসিভ হার্ট অ্যাটাকে অজ্ঞান হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। তাৎক্ষণিক তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতই খারাপ হয়েছিলো যে, ২২ মিনিট সময় ধরে সিপিআর ও তিনটি ডিসি শক দিতে হয়েছে তাকে। এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছেন চিকিৎসকরা। অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তামিমকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর গত ২৮...
ইনজুরিতে ছিটকে গেলেন লিটন দাস, পিএসএল ছাড়াই দেশে ফিরছেন
অনলাইন ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার খেলার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল তার পিএসএল যাত্রা। অনুশীলনের সময় আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার হওয়ায় তিনি পুরো আসর থেকে ছিটকে গেছেন এবং দেশে ফিরছেন পুনর্বাসনের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, লিটনের থাম্বে আঘাত লেগেছে, এখন দেশে ফিরছে। চূড়ান্ত বিশ্লেষণ দেশে ফেরার পর জানা যাবে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিটন লেখেন, আমি করাচি কিংসের হয়ে পিএসএলে খেলার জন্য অনেক রোমাঞ্চিত ছিলাম। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। অনুশীলনে আঙুলে চোট পেয়েছি। স্ক্যান রিপোর্টে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। চিকিৎসকরা বলছেন অন্তত ২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তিনি...
ক্রিকেট কিংবদন্তি জেমস অ্যান্ডারসন পাচ্ছেন নাইটহুড সম্মান
অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সফল পেসার জেমস অ্যান্ডারসনকে নাইটহুড সম্মানে ভূষিত করা হচ্ছে। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সুপারিশে ব্রিটিশ রাজা এই সম্মাননা অনুমোদন করবেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। ৪২ বছর বয়সী এই তারকা গত গ্রীষ্মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ১৮৮টি টেস্টে ৭০৪ উইকেট নিয়ে তিনিই ইতিহাসের সর্বোচ্চ উইকেটধারী পেসার। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে এখনো খেলছেন তিনি। ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন অ্যান্ডারসন, এরপর ২০০৩ সালে নামেন টেস্ট অঙ্গনে। তার দীর্ঘ ক্যারিয়ারে রয়েছে ১৯৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টিতে অংশগ্রহণ। প্রথম শ্রেণির ক্রিকেটে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ১,১১৪টি। লিস্ট এ ক্রিকেটে ৩৫৮টি ও টি-টোয়েন্টিতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর