ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তর মালুকু উপকূলে এই ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৮১ কিলোমিটার (৫০ মাইল)। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এশিয়ার বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। এটির জন্যসংখ্যা সাড়ে ২৭ কোটিরও বেশি। ভূতাত্ত্বিক অবস্থানের কারণে নিয়মিতই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। ২০০৯ সালে দেশটির পাদাংয়ে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। সেই সময় প্রাকৃতিক এই দুর্যোগে এক হাজার ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং আহত হন আরও অনেকে। এছাড়া ভূমিকম্পে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনাও ধ্বংস হয়ে যায়। সূত্র: রয়টার্স...
ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প
অনলাইন ডেস্ক
বাংলাদেশিদের কেন আটকে রাখা হয়েছে, সরকারের কাছে জানতে চান ভারতের হাইকোর্ট
ডয়চে ভেলে
২০১১ সালে ভারতের পশ্চিমবঙ্গে একটি মামলা হয়েছিল। সেই মামলা ধরেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন দেশটির সুপ্রিম কোর্ট। দেশের বিভিন্ন ডিটেনশন সেন্টার ও জেলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কেন আটকে রাখা হয়েছে, কেন তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না, এই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের সব তথ্য জানাতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি যেহেতু পশ্চিমবঙ্গে এই মামলাটি হয়েছিল, ফলে পশ্চিমবঙ্গ সরকারের করণীয় বিষয়েও জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট। শুধু তা-ই নয়, সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চ আরেকটি মামলার পরিপ্রেক্ষিতে আসাম সরকারকে জানিয়েছেন, তাদের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটকে থাকা ৬৩ জন বাংলাদেশি নাগরিককে অবিলম্বে দেশে পাঠাতে হবে। ২০০৯ সালে ভারতের কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। তাতে বলা হয়েছিল, বিদেশি...
অবৈধ ভারতীয়দের পাঞ্জাবে নামিয়ে দিল মার্কিন সামরিক বিমান
অনলাইন ডেস্ক
অবৈধভাবে মার্কিন ভূখণ্ডে প্রবেশ করা শতাধিক ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে চাপিয়ে ওই অভিবাসীদের পাঞ্জাবের একটি বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাতে টেক্সাস বিমানবন্দর থেকে সামরিক বিমানটি যাত্রা শুরু করে। দ্বিতীয় বারের মতো ক্ষমতা গ্রহণের পরই মার্কিন ভূখণ্ডে আশ্রয় নেওয়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি মূলত যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে ওয়াশিংটন জানিয়েছিল, দেশটিতে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে প্রবেশ করেছেন বলে চিহ্নিত করা গেছে। সে সময় ট্রাম্প জানিয়েছিলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাকে আশ্বস্ত করেছেন যে, দ্রুত ভারতের অবৈধ...
কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। সূত্রে জানা যায়, বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। হঠাৎ আগুনের ফুলকি থেকে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে বিমানবন্দর সূত্র জানিয়েছে, আবর্জনা ফেলার স্থানে আগুন ছড়িয়ে পড়লেও বিমানের ওঠা-নামায় কোনো সমস্যা হয়নি। news24bd.tv/এআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর