নীলফামারীতে একটি যাত্রীবাহী বাস থেকে ৬২ লাখ টাকার হেরোইন ও কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলের অদূরে সড়কে চেক পোস্ট বসিয়ে এসব মাদক জব্দ করে নীলফামারী ব্যাটালিয়নের (বিজিবি-৫৬) সদস্যরা। বিজিবি-৫৬ নীলফামারী ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারী-সৈয়দপুর সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে ডোমার থেকে সৈয়দপুরগামী যাত্রীবাহী বিসমিল্লাহ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসে মালিকবিহীন অবস্থায় ৯৭০ গ্রাম হেরোইন ও ৮৬০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬২ লাখ ৪০ হাজার টাকা। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি...
নীলফামারীতে ৬২ লাখ টাকার হেরোইন-কোকেন জব্দ
অনলাইন ডেস্ক
আ.লীগ নেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা-সংঘর্ষ
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আওয়ামী লীগ দলীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তারের সময় তার সমর্থকদের হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধলই ইউনিয়ন পরিষদ কার্যালয় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবুল মনসুর আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তবে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া পাঁচটি মামলার আসামি আবুল মনসুর। তাকে গ্রেপ্তার করে মাইক্রোবাসে তোলার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দলের ওপর হামলা করে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে উচ্ছৃঙ্খল সমর্থকরা। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে মনসুরকে বহনকারী...
রাঙামাটিতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটির লংগদু রাজনগর ৩৭ ব্যাটালিয়ন। উদ্ধার কাঠের সবগুলো গামারি। যার বর্তমান বাজার মূল্য ২ লাখ ১৩ হাজার টাকা। বুধবার সকালে লংগদু উপজেলার গভীর জঙ্গল থেকে এসব কাঠ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটির লংগদু রাজনগর ৩৭ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হাসান ও সহকারী পরিচালক মো. নাজমুল হোসেনের বিজিবির একটি বিশেষ দল অভিযানে নামে। এসময় কাঠ পাচারকারীর একটি চক্র অবৈধভাবে জঙ্গলে গামারি কাঠ কেটে জমা করছিল। এসময় বিজির তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে অবৈধ কাঠ পাচারকারী চক্রটি পালিয়ে যায়। পরে বিজির ওই বন থেকে প্রায় ১৪২ সিএফটি অবৈধ গামারি কাঠ জব্দ করে। রাঙামাটির লংগদু রাজনগর ৩৭...
শেরপুরের ৩ আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা
শেরপুর প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য শেরপুরের ৩ আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া। প্রার্থীরা হলেন, শেরপুর-১ (সদর) আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য গোলাম কিবরিয়া এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল। news24bd.tv/এআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর