ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কৃষ্ণপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস এবং সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে বাড়ইহাট বাজারে চেয়ারম্যান আক্তারুজ্জামানের প্রাইভেটকারের চালক জিন্নাকে মারধর করেন বিল্লাল ফকিরের সমর্থকরা। এর জের ধরে বিকেলে আক্তারুজ্জামানের সমর্থকরা বিল্লালের সমর্থকদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হলেও একপর্যায়ে গুলির শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে দুজনকে সদরপুর উপজেলা স্বাস্থ্য...
ফরিদপুরের সদরপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
অনলাইন ডেস্ক
সিলেট সীমান্তে ভারতীয় অংশে বাংলাদেশির মরদেহ
অনলাইন ডেস্ক
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় অংশে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বাংলাদেশির লাশ পড়ে থাকতে দেখা গেছে। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) বৈঠক করছে। আশরাফ উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে লাকড়ি সংগ্রহের জন্য সীমান্ত এলাকায় যান তিনি, কিন্তু আর বাড়ি ফেরেননি। বুধবার (৪ ডিসেম্বর) সকালে তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে কালাইরাগ সীমান্তের সীমানা পিলার ১২৫১-এর প্রায় দেড় শ মিটার ভেতরে ভারতীয় অংশে লাশ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে বিজিবিকে জানানো হয়। বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং বিকেলে দুই পক্ষের মধ্যে বৈঠক শুরু হয়। সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত...
সিলেটে বিমানের ভেতর মিললো প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক
সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে দুবাই থেকে আসা বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ স্বর্ণের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার (৪ ডিসেম্বর) সকালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট (বিজি-২৪৮)-এর ভেরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দৃ ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। স্বর্ণ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ। তিনি বলেন, স্বর্ণগুলো সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।...
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা: ১২ আসামি ছয় দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম আদালত এলাকায় পুলিশের ওপর হামলা ও তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১২ জন আসামিকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক হাসান শাহরিয়ার এই রিমান্ড আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- আমান দাস, নয়ন দাস, গগন দাস, রুমিত দাস, সুমিত দাস, সনু দাস মেথর, অজয় সূত্রধর চৌধুরী, বিশাল দাস, রাজেশ দাস, সুমন দাস, দুর্লভ দাস ও জয় নাথ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানিয়েছেন, পুলিশ তাদের কাজ করতে বাধা দেওয়ার এবং হামলা করার অভিযোগে ১২ আসামিকে আদালতে হাজির করে কোতোয়ালী থানা পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২৬ নভেম্বর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর