লুণ্ঠিত হয়ে যাওয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে হালনাগাদ কাজের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে এক আয়োজনে এই কথা বলেন তিনি। এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশন যে সুপারিশই দিক, নির্বাচনি বিধি-বিধান পরিবর্তন জরুরি। এসময় লুণ্ঠিত হয়ে যাওয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার ব্যাপারে নিজের প্রতিশ্রুতির কথাও জানান সিইসি। নির্বাচন কমিশনাররা জানান, ভোটার তালিকা হালনাগাদে অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণত বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এসময় তারা জানান, বিগত সময়ের কলুষিত নির্বাচন ব্যবস্থা থেকে...
লুণ্ঠিত হয়ে যাওয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি সিইসির
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেলসেতুতে চললো ট্রেন
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ প্রতিক্ষার পর দেশের সবচেয়ে বড় যমুনা রেলসেতুতে চললো ট্রেন। আজ রোববার (৫ জানুয়ারি) যমুনা নদীর ওপর নির্মিত এই সেতু দিয়ে ৮০ কিলোমিটার গতিতে চলেছে ট্রেন। আজই ট্রেন ঘণ্টায় পূর্ণ ১২০ কিলোমিটার গতিতে চলানো হবে। যমুনা রেলওয়ে সেতুর চিফ সাইট ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৯টা ২০ মিনিটে প্রথম পরীক্ষামূলক দুটি ট্রেন সফলভাবে সেতু অতিক্রম করে। এরপর পর্যায়ক্রমে চলছে। আজই পরীক্ষামূলকভাবে পূর্ণ ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলবে। প্রথমে সকাল ৯টা ২০ মিনিটে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে দুটি ট্রেন সেতুর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে ও পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে ছেড়ে যায়। এরপর ১০টা ২০ মিনিটের দিকে দ্বিতীয়বার ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে দুই পাশ থেকে ট্রেন দুটি সেতু অতিক্রম করে। এরপর ১১টা ১ মিনিটে একটি ট্রেন সেতু পশ্চিম পাড় থেকে...
পাচারের অর্থ ফেরাতে অগ্রগতি কম, ঢাকঢোল বেশি
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে অনেক ঢাকাঢোল পেটালেও কাজ এগিয়েছে সামান্যই। বিশ্বব্যাংক, আইএমএফ, জিএফআই, এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সহায়তার কথা জানালেও বাস্তবে এসবের অগ্রগতি উল্লেখ করার মতো নয়। এমন কি উল্লেখ করার মতো অগ্রগতি বলতে, চিঠি চালাচালি আর বৈঠকই সীমাবদ্ধ। গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এ সংক্রান্ত গঠিত কেন্দ্রীয় টাস্কফোর্স পুনর্গঠন করা হয় গত ২৯ সেপ্টেম্বর। যার প্রধান করা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। এরপর দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ১৯ নভেম্বর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে আজ বিকাল ৪টায় বাংলাদেশ ব্যাংকে এই টাস্কফোর্সের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকার পাচারের টাকা ফেরাতে লোক দেখানো নানা কার্যক্রমের কথা বললেও বাস্তবে ফেরত আনতে পারেনি এক টাকাও। এমন কি পদত্যাগী আওয়ামী...
সবাই মিলে বেসিক ব্যাংক লুট
শাহেদ আলী ইরশাদ
প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও পরিচালনা পর্ষদ যৌথভাবে লুট করে বেসিক ব্যাংক। সাবেক প্রধানমন্ত্রী পরিবারের পছন্দের লোক বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু এই লুটের নেতৃত্ব দিয়েছেন। তখন ব্যাংকটির পর্ষদে ছিলেন সচিব, তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, সাবেক মহাপরিচালক, সাবেক কাস্টমস কমিশনারসহ আওয়ামী লীগ নেতারা। ঋণ কেলেঙ্কারির মামলায় বেসিক ব্যাংকের বাচ্চুর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে বাদ দেওয়ায় তিন তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন আদালত। বিশ্লেষকরা বলছেন, বেসিক ব্যাংক লুটপাটে আবদুল হাই বাচ্চু একা নয়, পুরো পর্ষদই জড়িত ছিল। ব্যাংকের তৎকালীন এমডিসহ পর্ষদের সব সদস্যকে বিচারের আওতায় আনার জন্য তাঁদের সম্পদের হিসাব নেওয়া উচিত সরকারের। শেখ আবদুল হাই বাচ্চুর যোগদানের মাধ্যমে বেসিক ব্যাংকে লুটপাটের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর