এ বছর কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে সবার নজর সেদিকেই ছিল। তবে ভারতীয় সিনেমাপ্রেমীদের হতাশ করলো লাপাতা লেডিস। অস্কারের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে পড়ল সিনেমাটি। লাপাতা লেডিস নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। সেই স্বপ্ন অধারাই রয়ে গেল। অস্কারের ১০টি বিভাগে চূড়ান্ত ১৫টি তালিকায় নাম নেই লাপাতা লেডিস-এর। এমনকি পুতুল ছবির জন্য গাওয়া ইমন চক্রবর্তীর ইতি মা গানটিও নির্বাচিত হয়নি অস্কারের সংক্ষিপ্ত তালিকায়। তবে এই হতাশার মধ্যে আশা জোগাচ্ছে একটি ভারতীয় সিনেমা। লাইফ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নাম রয়েছে ভারতীয় সিনেমা অনুজার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভারতীয় অনুজার। সিনেমাটি প্রযোজনা...
অস্কারে হতাশ করলো ‘লাপাতা লেডিস’
নিজস্ব প্রতিবেদক
সমালোচনার মুখে সানা খান
নিজস্ব প্রতিবেদক
বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। গত ২২ নভেম্বর সামাজিকমাধ্যমে এক পোস্টে সুখবর দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সম্প্রতি প্রকাশিত এক ভ্লগে বিতর্কিত মন্তব্য করে আবারও এসেছেন আলোচনায়। আলোচিত ওই ভ্লগে গর্ভাবস্থা, প্রসব এবং প্রসবোত্তর বিষয় নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। সানা বলেন, কেউ যদি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগেন, তাহলে তা নিয়ে বেশি ভাববেন না। এটি ছেড়ে দিন। কারণ, এর শেষে, এটি আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তার মতে, এই পরিস্থিতি অত্যন্ত কঠিন; লাইফস্টাইল বদলে যায়। সানা বলেন, হঠাৎ আপনার পাশে নতুন একজন মানুষ আসে যে কাঁদতে কাঁদতে জেগে ওঠে, আপনার ঘুম নষ্ট হয়ে যায়... আমিও এরকম অনেক কিছু লক্ষ্য করেছি। এমন অবস্থায় ধ্যানের মধ্যে সান্ত্বনা খোঁজার পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই অভিনেত্রী। তিনি বলেন, আমার মনে আছে বাচ্চাকে খাওয়ানোর...
আবারও কারাগারে যেতে পারেন আল্লু অর্জুন!
অনলাইন ডেস্ক
কপালে আবারও চিন্তার ভাঁজ দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের। জামিন পেয়েও স্বস্তিতে নেই অভিনেতা। আবারও কারাবাসে যাওয়া লাগতে পারে তাকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এমন দুঃসংবাদ পান আল্লু। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পুলিশ আবেদন করায় আল্লুর আবারও হাজতবাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আশঙ্কা করছেন তার ভক্তরা। জানা যায়, হাই কোর্ট থেকে জামিন পেলেও সে জামিন মানতে নারাজ ভারতের পুলিশ প্রশাসন। তাই নায়কের জামিন বিষয়ে নতুন রায় পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে পুলিশ জানায়, প্রিমিয়ারের দিন আল্লু অর্জুনকে প্রেক্ষাগৃহে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সে অনুরোধ উপেক্ষা করে আল্লু সেখানে এসে উপস্থিত হন। তাই অঘটনের দায় কোনোভাবেই এড়াতে...
পরীমনির ‘ফেলুবক্সী’ কবে আসছে?
অনলাইন ডেস্ক
ফেলুবক্সী’ চলচ্চিত্রে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন এমন একজন তারকা যিনি নিজেকে এই চলচ্চিত্রে তুলে ধরেছেন উষ্ণতা, আত্মবিশ্বাস এবং মেধায় পরিপূর্ণভাবে। মেধার সঙ্গে সাদামাটা বিনয় এবং এক উজ্জ্বল হাসি, লাবণ্য চরিত্রটি মুহূর্তেই দর্শকদের হৃদয় জয় করবে। দেবরাজ সিনহা পরিচালিত এবং নির্মিত ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে ১৭ জানুয়ারি। চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। চলচ্চিত্রটি উপস্থাপিত হচ্ছে হিমানি ফিল্মস এবং মিডিয়ানেক্সট এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে। প্রযোজনা করেছেন সন্দ্বীপ সরকার। দর্শকরা অপেক্ষা করছে এই চলচ্চিত্রের জন্য, যেখানে লাবণ্য চরিত্রের আকর্ষণ এবং আবেগের গভীরতা চলচ্চিত্রটিকে আরও স্মরণীয় করে তুলবে। news24bd.tv/নাহিদ শিউলী
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর