ময়মনসিংহের ভালুকায় হিমায়িত ও প্যাকেটজাত করে মানব দেহের অঙ্গপ্রত্যঙ্গের অংশ বিশেষ (নারীদের গর্ভফুল) পাচারচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এই ঘটনায় শুক্রবার (২৯ মার্চ) রাতে ভালুকা মডেল থানায় মামলা জেলা গোয়েন্দা পুলিশের এস আই মো. নজরুল ইসলাম। এর আগে পৌর এলাকার এআর ফিলিং স্টেশনের বিপরিত পাশ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন দেওয়ানগঞ্জের চর কালিকাপুরের মো. হযরত আলী ছেলে মো. আলমগীর (৩৫), ময়মনসিংহ ধোবাউড়া মান্দারতলীর গিলবার্ট চিচাংয়ের ছেলে উর্গম মানকিন (২২), মানিকগঞ্জ হাপানিয়া গ্রামের মো. হাবিব শেখের চেলে মো. নাহিদ শেখ (২৪)। মামলা ও থানা সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে নারীদের গর্ভফুল অবৈধভাবে বিভিন্ন দেশ এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। বুধবার গর্ভফুল হিমায়িত ও...
নারীদের ‘গর্ভফুল’ পাচারচক্রের ৩ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক

ভেঙে ফেলা হলো লালমনিরহাটের সেই আলোচিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক
নিজস্ব প্রতিবেদক

বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে লালমনিরহাট শহরের বিডিআর রোডে শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চ নিয়ে আলোচনা হচ্ছিলো। কিছুদিন আগে ঢেকে রাখা হয় ম্যুরালটি। আজ রোববার (৩০ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ের মধ্যে ম্যুরালটি ভেঙে ফেলেন স্থানীয় শ্রমিকরা। এদিকে শ্রমিকদের সঙ্গে এক গণমাধ্যম কথা বলেছে। তারা জানিয়েছে, লালমনিরহাটের জেলা প্রশাসকের নির্দেশে ম্যুরালটি ভাঙছেন তারা। যদিও এই বিষয়ে জানতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন অতিক্রমের আহ্বায়ক সাংবাদিক হেলাল কবির বলেন, ম্যুরালটি ভাঙা হয়েছে জেলা প্রশাসকের নির্দেশে। ঢেকে রাখারও নির্দেশ ছিল তার। অন্য কেউ এ নিয়ে আপত্তি জানায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধ...
রংপুরে কখন কোথায় ঈদের জামাত
অনলাইন ডেস্ক

রংপুরের ঈদগাহগুলোতে ঈদুল ফিতরের জামাত আদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। এবার ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন। এদিকে কালেক্টরেট ঈদগাহ মাঠে রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু সাইম, সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ৩০ হাজার মুসল্লি ঈদ জামাতে নামাজ আদায় করবেন। ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে একই সময়ে ঈদের জামাত...
সিলেটে ২৮৪৬টি ঈদগাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

সিলেট ২৮৪৬টি ঈদগাহ-মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত সিলেটে ২ হাজার ৮৪৬টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। সিলেটের ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয় নগরের ঈদের প্রধান জামাত। বিভিন্ন এলাকা থেকে অনেকে এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন। ঈদগাহে প্রবেশের জন্য রয়েছে তিনটি দৃষ্টিনন্দন ফটক। সিলেট মেট্রোপলিটন এলাকায় ৩৯২টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০৫টি মসজিদ ও ৮৭টি ঈদগাহ ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া সিলেট জেলার ১১ উপজেলায় দুই হাজার ৪৫৪টি মসজিদ ও ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মসজিদ ২ হাজার ৪৩টি ও ৪১১টি ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতের জন্য চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। শাহী ঈদগাহে জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। পরিবর্তিত পরিস্থিতিতে এবার ঈদগাহে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর