শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় পৌনে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, ভোর ৫টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার দিনগত রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে বুধবার সকাল পৌনে ১০ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ছয়টি ফেরি চলাচল করছে। news24bd.tv/SHS
পৌনে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর প্রতিনিধি
সুন্দরবনে ৪৩ জেলেকে আটকের পর জরিমানা নিয়ে মুক্তি
অনলাইন ডেস্ক
বিনাপাসে সুন্দরবনে প্রবেশ করার অভিযোগে ৪৩ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘোষিত হলদেবুনিয়া, নটাবেকী ও পুষ্পকাটি এলাকা থেকে ১০টি জেলে নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিয়ার রহমান জানিয়েছেন, আটক জেলেদের সুন্দরবনে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়ার পর এবং বন আইনের (সিওআর) আওতায় তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর তাদের মুক্তি দেওয়া হয়। news24bd.tv/DHL
ঘন কুয়াশায় আর হিমেল হাওয়ায় কাঁপছে লালমনিরহাটের মানুষ
লালমনিরহাট প্রতিনিধি
ঘন কুয়াশায় ঢেকে গেছে লালমনিরহাট। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় যুবু থুবু হয়ে পড়ছে এ জেলার মানুষ। দিন দিন দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে কষ্টে আছেন তিস্তা, ধরলা ও সানিয়াজান চর এলাকার মানুষ। গতকাল মঙ্গলবার সারাদিন সূর্যের মুখ দেখা মেলেনি। শীতের তীব্রতার কারণে খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। অপরদিকে হাসপাতাল গুলোতে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ জেলা হিমালয়ের অনেকটা কাছাকাছি হওয়ায় তাপমাত্রা হ্রাস পাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা এবং হিমশীতল...
কুয়াশার ঘনত্ব বৃদ্ধি, শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।বুধবার (১১ ডিসেম্বর) ভোর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত থেকে নদী ও আশেপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫ টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদীপথে কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর