বাংলাদেশের মেয়েদের ১৯-০ গোলে বিধ্বস্ত করেছে। ওমানের রাজধানী মাসকটে জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছেন চীনা মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই নিজদের আধিপত্য দেখায় চীন। প্রথম কোয়ার্টারেই ৬ গোল করে চীন।
এর পরের কোয়ার্টারে আরও চার গোল করে ড্রেসিংরুমে ফেরে চীনা মেয়েরা। তৃতীয় কোয়ার্টারে আরও ৪ গোল করলে ব্যবধান দাঁড়ায় ১৪-০ তে। শেষ কোয়ার্টারেও কমেনি চীনের গোল ক্ষুধা। চতুর্থ কোয়ার্টারে আরও পাঁচ গোল করলে ১৯-০ স্কোরলাইনে নিয়ে মাঠ ছাড়ে চীনা মেয়েরা।