অবশেষে নিয়ন্ত্রলে এল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজুদ্দিন বাজার এলাকার বহুতল মার্কেটে লাগা আগুন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এর আগে রাত ৮টার দিকে রিয়াজুদ্দিন বাজারের রহমান ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ স্টেশনের ৬টি ইউনিট কাজ শুরু করে। রাত ১০টা ৫ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরবর্তীতে জানানো হবে। তবে বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে।...
চট্টগ্রামের বহুতল মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক

মাছের সঙ্গে শক্রতা!
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় বিষ দিয়ে এক ব্যবসায়ীর দেড় লাখ টাকার পাঙ্গাস মাছ মেরে ফেলা হয়েছে। উপজেলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে তিনটি ড্রামে মাছগুলো জিইয়ে রাখা ছিল। সোমবার রাতের কোনো এক সময় ড্রাম তিনটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মাছগুলো বিক্রি করার জন্য ড্রামে মাছ মরা অবস্থায় দেখে হতবাক হন মৎস্য আড়ৎদার মো. কবির হাওলাদার এঘটনায় শরণখোলা থানা ও উপজেলা মৎস্য অফিসে অভিযোগ করেছেন তিনি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. কবির আড়ৎদার জানান, মোংলার ঘের থেকে তিনি দেড় লাখ টাকায় ২০ মণ জ্যান্ত পাঙ্গাস মাছ কিনে তিনটি ড্রামে জিইয়ে রাখেন। একই স্থানে পাশাপাশি আরো পাঁচটি ড্রামে জ্যান্ত পাঙ্গাস ছিল অন্য দুই আড়ৎদারের। এর মধ্যে শুধু আমার তিন ড্রামে বিষ দিয়ে মাছ হয়েছে। কিন্তু অন্যদের ড্রামের মাছের কিছুই হয়নি। শত্রুতা করে হয়তো কেউ ড্রামে বিষ দিয়েছে। এতে তার সব...
আড়াই ঘণ্টাতেও নেভেনি চট্টগ্রামের আগুন
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে রিয়াজ উদ্দিন বাজারের জুতোর গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রিয়াজ উদ্দিন বাজারের রহমান ম্যানসন নামে চার তলা মার্কেটের তৃতীয় তলায় এ আগুন লাগে। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। সূত্র জানায়, আগুন লাগার আড়াই ঘণ্টা পার হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রহমানস ম্যানসনের তিন তলার জুতোর গোডাউনে আগুন লেগেছে। রাত ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে। তবে ধোঁয়ার কারণে জুতোর মার্কেটটিতে প্রবেশে বেগ পেতে হচ্ছে। news24bd.tv/তৌহিদ
পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযান, সোনাগাজীতে পাইপগানসহ গ্রেপ্তার ১
ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিকেলে সোনাগাজীর চর মজলিশপুর ইউপিস্থ চর গোপালগাঁও গ্রামের চেরু পন্ডিত বাড়ীর ইব্রাহীম খলিল সোহাগের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোহাগ উক্ত গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। news24bd.tv/তৌহিদ