সিরিয়ার রাজধানী দামেস্ক ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো, এমন দাবি উঠে এসেছে সাম্প্রতিক ঘটনাবলীতে। ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধ নতুন মোড় নিয়েছে, যেখানে বিদ্রোহীরা একাধিক গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়ে বাশার আল–আসাদের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতার ইঙ্গিত দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, "সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র। এটি আমাদের বন্ধু নয়।" ট্রাম্প আরও বলেন, "এটা আমাদের লড়াই নয়, যারা লড়ছে তাদের লড়তে দেওয়া উচিত।"
গত ২৭ নভেম্বর বিদ্রোহী জোট হায়াত তাহরির আল–শাম (এইচটিএস) আকস্মিক হামলা শুরু করলে সরকারি বাহিনী প্রতিরোধে পিছিয়ে পড়ে। একে একে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এবং মধ্যাঞ্চলীয় হামার মতো গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। এখন বিদ্রোহীরা রাজধানী দামেস্ক ঘেরার পরিকল্পনা করছে বলে দাবি করেছে।
বাশারের সরকারকে রাশিয়া ও ইরান সমর্থন দিয়ে যাচ্ছে, অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সমর্থিত দলগুলো। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কাতারের দোহায় ইরান, রাশিয়া, ও তুরস্ক আলোচনা করে দুই পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।