ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের জন্য টাইম ম্যাগাজিনের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক প্রত্যাবর্তনের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এটি ট্রাম্পের জন্য দ্বিতীয়বারের মতো বড় স্বীকৃতি, এর আগে ২০১৬ সালে প্রথমবার এই সম্মান লাভ করেন তিনি। টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস এক বিবৃতিতে বলেন, ঐতিহাসিক প্রত্যাবর্তনের জন্য, এক প্রজন্মে একবার ঘটে এমন রাজনৈতিক পুনর্গঠনের জন্য, এবং আমেরিকার প্রেসিডেন্সি ও বিশ্বের মধ্যে আমেরিকার ভূমিকা পুনর্গঠনের জন্য ডোনাল্ড ট্রাম্প আমাদের ২০২৪ সালের পারসন অব দ্য ইয়ার। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের বিজয় ছিল এক অভূতপূর্ব রাজনৈতিক প্রত্যাবর্তন। প্রথমবারের মতো তিনি জনপ্রিয় ভোটে জয়ী হন এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি সুইং স্টেটে রিপাবলিকান আধিপত্য...
আবারও টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক
একদিনে ১৫০০ মার্কিনির সাজা মওকুফ করে বাইডেনের দৃষ্টান্ত
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একদিনে ১ হাজার ৫০০ মার্কিন নাগরিকের সাজা মওকুফ করেছেন, যা মার্কিন ইতিহাসে কোনো প্রেসিডেন্টের জন্য প্রথম। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে। এতে বলা হয়েছে, ক্ষমাপ্রাপ্তদের একটি বড় অংশ কোভিড-১৯ মহামারির সময় গৃহবন্দী ছিলেন। এছাড়া ৩৯ জন মারিজুয়ানা সেবনের মতো অহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন। এ ঘোষণাটি প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করার দুই সপ্তাহ পর আসে। জুন মাসে হান্টার বন্দুক রাখা এবং আয়কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বাইডেনের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের নেতারা, কারণ তিনি আগেই বলেছিলেন যে ছেলেকে ক্ষমা করবেন না। তবে পরবর্তীতে...
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ১০ লাখ ডলার অনুদান ‘মেটা’র
অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের জন্য ১০ লাখ ডলার অনুদান দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) জায়ান্ট মেটা। এর মূল্যমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার সমান। এই অনুদানের কথা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে মেটা। এর আগে প্রায় সপ্তাহ দুয়েক আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। ট্রাম্প-জাকারবার্গের মধ্যকার এই সাক্ষাতের পর এখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক তহবিলে মেটার অনুদানের খবর সামনে আসে। আরও পড়ুন গাজায় যুদ্ধবিরতির পক্ষে ১৫৮ দেশ, আর্জেন্টিনাসহ ৯ দেশের বিরোধ ১২ ডিসেম্বর, ২০২৪ যদিও মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মেটার এই...
গাজায় যুদ্ধবিরতির পক্ষে ১৫৮ দেশ, আর্জেন্টিনাসহ ৯ দেশের বিরোধ
অনলাইন ডেস্ক
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে। এবার জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনাসহ ৮ দেশ। যেখানে ১৫৮ দেশ যুদ্ধবিরতির পক্ষে ভোটদান করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনার সঙ্গে যোগ দেয়া অন্যান্য দেশগুলো হলো ইসরায়েল, হাঙ্গেরি, প্যারাগুয়ে, টোঙ্গা, পাপুয়া নিউ গিনি, নাউরু এবং চেক প্রজাতন্ত্র। এর বিপরীতে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫৮টি দেশ। এসময় ভোটদান থেকে বিরত ছিলো ১২ দেশ। পাস হওয়া এই প্রস্তাবে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন হামাসের মধ্যে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এতে গাজায় ইসরায়েলি জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির দাবিও করা হয়েছে। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলো...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর