গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৯৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, সর্বশেষ এই হামলার পর গত ১৪ মাসে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ৮৭৫ জনে। এছাড়া এই সময়সীমায় আহত হয়েছেন আরও ১ লাখ ৬ হাজার ৪৫৪ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। ২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী...
ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় গাজায় আরও ৪০ জন নিহত
অনলাইন ডেস্ক
নিজের মিত্রকে প্রধানমন্ত্রী ঘোষণা ম্যাক্রোঁ'র
অনলাইন ডেস্ক
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের মধ্যপন্থী মিত্র ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সম্প্রতি ফ্রান্সে ঐতিহাসিক এক অনাস্থা ভোটে প্রবীণ রাজনীতিবিদ মিশেল বার্নিয়ার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুক্রবার (১৩ ডিসেম্বর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন ম্যাক্রোঁ। এদিকে গত সপ্তাহে ম্যাক্রোঁ অঙ্গীকার করেছেন, ২০২৭ সালে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। যদিও বিরোধীদের কেউ কেউ তার পদত্যাগের দাবি করছেন। আরও পড়ুন গাজায় যুদ্ধবিরতির পক্ষে ১৫৮ দেশ, আর্জেন্টিনাসহ ৯ দেশের বিরোধ ১২ ডিসেম্বর, ২০২৪ ফ্রান্সে সর্বশেষ সংসদীয় নির্বাচনে কোনো দলের সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একটি ঝুলন্ত সংসদ গঠিত হয়। সেখানে সরকারের বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি থাকে অতি ডানপন্থীদের হাতে।...
সিরিয়ায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
অনলাইন ডেস্ক
সিরিয়ার বিভিন্ন স্থানে ইসরায়েলের চালানো কয়েক শ বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ইসরায়েলকে হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, সিরিয়াজুড়ে সব পক্ষের সহিংসতা বন্ধ করা অত্যন্ত জরুরি। তবে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই হামলাগুলোর পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ইসরায়েলি বাহিনী সম্ভাব্য হুমকিগুলো থামানোর চেষ্টা করছে। বাশার আল-আসাদের পতনের পর থেকেই সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে। সবশেষ হামলায় লাতাকিয়া ও তারতুসসহ বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী।...
গাঁজা বৈধ করা ইতিহাসের সেরা ভুলগুলোর একটি: এলটন জন
অনলাইন ডেস্ক
কিংবদন্তি সংগীত শিল্পী স্যার এলটন জন বলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে গাঁজা বৈধ করাটা ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। সেই সাথে সে তার ব্যাক্তিগত জীবনে আসক্তির সাথে লড়াই এর কথাও তুলে ধরেন। কিভাবে হারিয়েছেন দৃষ্টিশক্তি সেটিও তুলে ধরেন। সম্প্রতি বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে দেওয়া বর্ষসেরা ব্যক্তিসংক্রান্ত এক সাক্ষাৎকারে এলটন জন এ মন্তব্য করেন। এ বিষয়ে এলটন জন বলেন, আমি বরাবর এটাকে আসক্তি হিসেবে দেখে আসছি। এটা মানুষকে অন্য মাদকের দিকে নিয়ে যায়। যদি আপনি আসক্ত হয়ে পড়েন, আমি যেমনটা হয়েছিলাম, তখন আপনার স্বাভাবিক চিন্তাশক্তি লোপ পাবে। এলটন জন সরাসরি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র আর কানাডার কিছু অংশে গাঁজা বৈধ করার ঘটনা ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী, গীতিকার ও পিয়ানোবাদক এলটন জন নিজেও একসময় মাদকাসক্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর