বলিউডের খ্যাতিমান অভিনেতা রাজ কাপুরের শতবর্ষ উদযাপন বিশেষভাবে আয়োজন করেছিল কাপুর পরিবার। সেখানে প্রকাশ্য রণবীর কাপুরের ওপর মেজাজ হারালেন সাইফ আলী খান? ছবিশিকারিরা বিশেষ মুহূর্তকে করেন ক্যামেরাবন্দি। যা সামাজিক মাধ্যমে ভাইরাল সমাজমাধ্যমে ভাইরাল। কী এমন ঘটলো শ্যালক-জামাইবাবুর মধ্যে? অনুষ্ঠানে রণবীর কাপুর-ববিতা থেকে আলিয়া ভাট, রাহা প্রত্যেকে ছিলেন। একইভাবে নিমন্ত্রিত ছিলেন কারিনা কাপুর-সাইফ আলী খান। সকলেরই হাসিমুখ, দেদার হইচই। সংবাদিকেরাও উপস্থিত রাজ কাপুরকে ঘিরে তাঁদের বক্তব্য জানতে। সেখানেই কথা বলতে দেখা যায় রণবীর-সাইফকে। আড্ডার পাশাপাশি প্রয়াত অভিনেতার নানা স্বাদের ছবিও দেখানোর আয়োজন করেছিল কাপুর পরিবার। ফাঁস হওয়া ভিডিও অনুযায়ী, রণবীর সেই দিকে বারবার নিয়ে যেতে চাইছিলেন সাইফকে। এদিকে অভিনেতা অন্যদের সঙ্গে আড্ডায় মশগুল। সঙ্গে সঙ্গে...
প্রকাশ্যে রণবীরের ওপর মেজাজ হারালেন সাইফ, কী এমন ঘটলো?
নিজস্ব প্রতিবেদক
এবার মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা
নিজস্ব প্রতিবেদক
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী আসছে এবার রূপালি পর্দায়। তার জীবনী অবলম্বনে ভাসানী নামে সিনেমা বানাবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। আগামী বছরের ১৬ মে ছবিটির শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করেছেন নির্মাতা। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এই অঞ্চলে সারা জীবন মওলানা ভাসানী রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন। সিনেমার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে মওলানা ভাসানী সাহেবকে তুলে ধরতেই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। মওলানা ভাসানীকে নিয়ে এখন সিনেমা নির্মাণের কাজ শুরু করলেও দেড় যুগের বেশি সময় ধরে সিনেমাটি বানানোর স্বপ্ন দেখছেন সৈয়দ অহিদুজ্জামান। ২০০৬ সালে মুক্তি পায় নির্মাতার প্রথম সিনেমা নাচোলের রানী। এতে তুলে ধরেছিলেন...
অস্কারে হতাশ করলো ‘লাপাতা লেডিস’
নিজস্ব প্রতিবেদক
এ বছর কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে সবার নজর সেদিকেই ছিল। তবে ভারতীয় সিনেমাপ্রেমীদের হতাশ করলো লাপাতা লেডিস। অস্কারের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে পড়ল সিনেমাটি। লাপাতা লেডিস নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা। সেই স্বপ্ন অধারাই রয়ে গেল। অস্কারের ১০টি বিভাগে চূড়ান্ত ১৫টি তালিকায় নাম নেই লাপাতা লেডিস-এর। এমনকি পুতুল ছবির জন্য গাওয়া ইমন চক্রবর্তীর ইতি মা গানটিও নির্বাচিত হয়নি অস্কারের সংক্ষিপ্ত তালিকায়। তবে এই হতাশার মধ্যে আশা জোগাচ্ছে একটি ভারতীয় সিনেমা। লাইফ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নাম রয়েছে ভারতীয় সিনেমা অনুজার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভারতীয় অনুজার। সিনেমাটি প্রযোজনা...
সমালোচনার মুখে সানা খান
নিজস্ব প্রতিবেদক
বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। গত ২২ নভেম্বর সামাজিকমাধ্যমে এক পোস্টে সুখবর দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সম্প্রতি প্রকাশিত এক ভ্লগে বিতর্কিত মন্তব্য করে আবারও এসেছেন আলোচনায়। আলোচিত ওই ভ্লগে গর্ভাবস্থা, প্রসব এবং প্রসবোত্তর বিষয় নিয়ে নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। সানা বলেন, কেউ যদি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগেন, তাহলে তা নিয়ে বেশি ভাববেন না। এটি ছেড়ে দিন। কারণ, এর শেষে, এটি আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তার মতে, এই পরিস্থিতি অত্যন্ত কঠিন; লাইফস্টাইল বদলে যায়। সানা বলেন, হঠাৎ আপনার পাশে নতুন একজন মানুষ আসে যে কাঁদতে কাঁদতে জেগে ওঠে, আপনার ঘুম নষ্ট হয়ে যায়... আমিও এরকম অনেক কিছু লক্ষ্য করেছি। এমন অবস্থায় ধ্যানের মধ্যে সান্ত্বনা খোঁজার পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই অভিনেত্রী। তিনি বলেন, আমার মনে আছে বাচ্চাকে খাওয়ানোর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর