বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা আশিক মিয়া (২০) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে আনিসুল হককে ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৫ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। এর আগে গত ২৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক আশিক মিয়ার মা কুলসুম বেগম সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।...
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
![সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738736464-77d2253fbcb25c6d83a7088f89f9ca6e.jpg?w=1920&q=100)
নোয়াখালীতে থানায় সালিস বৈঠকে মারামারি, আটক ৬
নোয়াখালী প্রতিনিধি
![নোয়াখালীতে থানায় সালিস বৈঠকে মারামারি, আটক ৬](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738732494-dd34801b7f56a3db1c54f903024452b9.jpg?w=1920&q=100)
নোয়াখালীর সেনবাগ থানার গোলঘরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে সালিস বৈঠকে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ উভয়পক্ষের ছয়জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আবু তালেবের সাথে তার চাচাতো ভাইদের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলছিল। বিবদমান দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে সেনবাগ থানা গোলঘরে সালিসি বৈঠকে বসেন দায়িত্বপ্রাপ্ত থানার একজন কর্মকর্তা। বৈঠকে উভয়পক্ষের পক্ষের সালিসদারেরাও উপস্থিত ছিলেন। তবে বিকেল পাঁচটার দিকে সালিস বৈঠক চলাকালে বিবদমান দুইপক্ষ বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের সাথে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। ওই সময় তারা থানার গোলাঘরের কাঁচ ভাঙচুর...
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি
![পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738731994-11a1caf7bd4978f7a81c4978b29a2392.jpg?w=1920&q=100)
পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর এলাকার গাজনার বিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল ওহাব সাবেক পৌর মেয়রও ছিলেন, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার পলাতক আসামি তিনি। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আব্দুল ওহাব গাজনার বিলে একটি বাড়িতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পর আব্দুল ওহাব নিজেই পুলিশে যোগাযোগ করেন এবং পরে গাজনার বিল এলাকায় ফজর নামাজের পর...
পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় আটক ৪
রাজবাড়ী প্রতিনিধি
![পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় আটক ৪](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738729839-1e24f414a218707b0445ef1e4b743d45.jpg?w=1920&q=100)
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোঃ আলম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে নির্যাতনের সময় চারজন যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আহত আলম শেখ কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের ভীম নগর গ্রামের একটি পরিত্যাক্ত ইটভাটায় এই ঘটনা ঘটে। আহত আলম শেখ ময়মনসিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে এবং বর্তমানে সে টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী। আটকরা হলেন, ঠাকুরগায়ের সদর থানার হরেন রায়ের ছেলে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শেখের ছেলে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) ও রাজবাড়ী সদরের ধুনচির আনু মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল (৩৮)। স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার শ্রমিক ফরহাদ মন্ডলের স্ত্রীর সঙ্গে মোবাইলে পরকীয়া প্রেমের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর