সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ফুলজোড় নদীর ঝাঁটিবেলাই এলাকায় প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে কৃষ্ণ নিয়োগী ও সারজিলের মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাফি নামে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। মৃতরা হলো- কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরে মাসুমপুর মহল্লার অধ্যাপক ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৫) ও সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫)। সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণিতে অধ্যায়ন ছিল। এদিকে সন্তানদের হারিয়ে কান্নায় বাকরুদ্ধ হয়ে...
সিরাজগঞ্জে নদীতে নিখোঁজ তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
গঙ্গাচড়ায় পুকুরে বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধন
গঙ্গাচড়া প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় ব্যক্তি মালিকানাধীন পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। রাতের আঁধারে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটেছে ১ ফেব্রুয়ারি রাতে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ মঠেরপাড় এলাকায়। ওই এলাকার আলী মর্তুজা (৬০) জানান, তার সৌদি প্রবাসী ছেলে নুরুন্নবীর (৪৩) প্রায় দেড় একর আয়তনের একটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। তিনি জানান, ১ ফেব্রুয়ারি সকালে পুকুরে খাবার দিতে গেলে কিছু মরা মাছ পুকুরে ভেসে থাকতে দেখতে পান পুকুরের দেখাশোনা করার দায়িত্বে থাকা ব্যক্তি, পরবর্তীতে খাবারে বিষক্রিয়া সন্দেহে বিভিন্ন প্রতিষেধক প্রয়োগ করেও মাছের মৃত্যু ঠেকানো যাচ্ছিল না। পরে স্থানীয় জেলে জহুরুল ইসলাম এসে দেখার পর জানান, পুকুরে উচ্চ মাত্রার গ্যাস...
সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ৫ প্রাণ
অনলাইন ডেস্ক
সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৫ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল এএসপি আশরাফুজ্জামান। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমইল্লা গ্রামের প্রাইভেটকার চালক সুহেল (৪০) , শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। আরেকজনের নাম পাওয়া যায়নি। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে উনিশ মাইল সড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেয়ার পর আরও তিনজন মারা যান। news24bd.tv/তৌহিদ
গোপালগঞ্জে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাস ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চন্দ্রদিঘলিয়া গ্রামের বুলবুল গাজীর ছেলে ট্রলি চালক আব্দুল্লাহ গাজী (১৬) নিহত হয়েছে। আহত ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক আহত হয় ৬ জন। এদেরকে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ গাজীকে মৃত ঘোষণা করেন। news24bd.tv/TR/Rukaiya