যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ পাঁচটি দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার (১০ মার্চ) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। শফিকুল আলেম বলেন, একটি যৌথ তদন্ত দল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য ও পরিবারের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পদের সন্ধান পেয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ার একটি ব্যাংকেও রাশিয়ার স্লাশ ফান্ডের (অবৈধ উদ্দেশ্যে ব্যবহৃত অর্থের একটি রিজার্ভ, বিশেষত রাজনৈতিক ঘুষ) অস্তিত্ব পাওয়া গেছে। প্রেস সচিব আরও বলেন, ১২৪টি ব্যাংক হিসাবে জমা ৬৩৬ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত বা জব্দ, রাজউকের ৬০ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের...
পাঁচ দেশে হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান

লাইফ সাপোর্টে মাগুরার সেই শিশু, জানা গেল বর্তমান অবস্থা
অনলাইন ডেস্ক

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রয়েছে। সোমবার (১০ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ছয়টায় ওই শিশুকে (৮) সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের শিশু আইসিইউতে ভর্তি করা হয়। ওই সময় শিশুটি অচেতন অবস্থায় ছিল। তখন তার রক্তচাপ ১২০/৭০ মি.মি. (কার্ডিয়াক সাপোর্টসহ), হৃদ স্পন্দন ১১৮/মিনিট, অক্সিজেনের মাত্রা ৯৬% পাওয়া যায়। শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোগীর যথাযথ অবস্থার নিরূপণ এবং সঠিক চিকিৎসা প্রদানের নিমিত্তে কমান্ড্যান্ট সিএমএইচ ঢাকা, চিফ...
বনানীর ঘটনায় সেই গাড়ির নিবন্ধন স্থগিত
নিজস্ব প্রতিবেদক

ঢাকার বনানীতে সোমবার (১০ মার্চ) ভোরে গাড়িচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সম্পৃক্ত ট্রাকের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সোমবার (১০ মার্চ) ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বরের মোটরযানটি ১০ মার্চ (সোমবার) ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ভোর ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে একজন নারী পোশাক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো। আরও বলা হয়, মোটরযানের মালিককে মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন,...
ট্রাম্প আমলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অগ্রাধিকারে থাকবে: ড্যানিলোভিজ
নিজস্ব প্রতিবেদক

ট্রাম্পের শাসনামলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ প্রায়োরিটি পাবে বলে জানিয়েছেন রাইট টু ফ্রিডমের এক্সিকিউটিভ ডিরেক্টর জন এফ ড্যানিলোভিজ। গত ১৭ বছরে এখানে ইনভেস্ট করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে বলেও জানান তিনি। সোমবার (১০ মার্চ) বিকালে তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গেল কয়েকবছরে আমেরিকা ও ইউরোপের বিনিয়োগ ব্যাপক কমেছে। যা আসলেই উদ্বেগজনক বলে মন্তব্য তার। এসময় ড্যানিলোভিজ জানান, তবে বাংলাদেশে আমেরিকার সঙ্গে ব্যাপক বাণিজ্য সম্ভাবনা রয়েছে। স্টারলিংকের পাশাপাশি ব্যাংক, বীমা ও সার্ভিসগুলোও বাংলাদেশে আসতে পারে বলে সভায় জানান বক্তারা। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর