বিদ্যমান রাজনৈতিক দল ও বিদ্যমান রাজনৈতিক কাঠামো জনগণ ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হাসনাত। পরে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী কর্মসূচি আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক এক ক্যাম্পেইন শুরুর কথাও জানান হাসনাত। এসময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নতুন দলের রাজনৈতিক নীতি তৈরির আগে লক্ষাধিক মানুষের সরাসরি মতামত গ্রহণ করা হবে। জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই নতুন দল এ মাসের মধ্যেই যাত্রা শুরু করবে।...
কেন নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা, খোলাসা করলেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক
![কেন নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা, খোলাসা করলেন হাসনাত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738737027-16159df1b9b4695c4f877735195c8868.jpg?w=1920&q=100)
থানায় হামলা হয়নি, হয়েছে ভুল বোঝাবুঝি: ডিসি
অনলাইন ডেস্ক
![থানায় হামলা হয়নি, হয়েছে ভুল বোঝাবুঝি: ডিসি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738735321-9bca1653601cfed0253482a381c1ad63.jpg?w=1920&q=100)
তিন ছাত্র আটকের প্রতিবাদে উত্তরায় থানায় হামলার ঘটনাকে ভুল বোঝাবুঝি বলেছেন উত্তরা জোনের ডিসি রওনক জাহান। এর আগে অভিযোগ ছিলো, গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরা-১১ নম্বর সেক্টরের কয়েকজন ছাত্রকে আটক করা হলে ওই থানায় হামলা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এই ঘটনার প্রেক্ষিতে ডিসি বলেন, ছাত্রদের এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করলে জিজ্ঞাসাবাদের জন্য যায় পুলিশ। সেখানে ভুল বোঝাবুঝি হলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। আরও পড়ুন উত্তরায় থানায় হামলা ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মূলত পুলিশের অপেশাদার আচরণের কারণে থানার সামনে জড়ো হয় ছাত্ররা। তারা কিছুটা ক্ষুব্ধ হয়ে থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ছাত্রদের সাথে আলোচনায় পুলিশের অপেশাদার আচরণের প্রমাণ পাওয়ায় এসআই আবু সাইদকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান ডিসি উত্তরা। এর...
যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক
![যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738732428-21e19f70a0c0ee829d6189207413d7a5.jpg?w=1920&q=100)
নরসিংদীর মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের জন্য আজ বুধবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদীতে গ্যাস থাকবে না। চাপ কম থাকবে ঢাকা মহানগরীর পূবাঞ্চলসহ বেশ কিছু এলাকায়। বুধবার (৫ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) জানিয়েছে, সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) টিজিটিডিসিএল থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) নরসিংদীর মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজে ওই স্টেশন থেকে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী গ্যাস লাইনে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ...
আজকের ঢাকার আবহাওয়া কেমন থাকবে
নিজস্ব প্রতিবেদক
![আজকের ঢাকার আবহাওয়া কেমন থাকবে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/05/1738731937-dbae71359ec3f9ff632c87bf9d1c3f98.jpg?w=1920&q=100)
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটা বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। news24bd.tv/TR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর