যুব এশিয়া কাপ বিজয়ী মৌলভীবাজার জেলার তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের অসামান্য অবদান স্মরণ করে তার অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেটের হুমায়ুন রশিদ চত্বরের ইত্যাদি কমপ্লেক্স সংলগ্ন এলাকায় আমরা বিএনপি পরিবার আয়োজিত একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপহার দুটি ইলেকট্রনিক অটোরিকশা ইমনের পিতা মো. বক্কর মিয়ার কাছে পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম...
যুব এশিয়া কাপ জয়ী ইমনের পরিবারের পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় শিবিরকে অভিযুক্ত করায় নিন্দা
নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় নাসির হাওলাদার (৩৮) নামে এক যুবদল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছাত্রশিবির জড়িত বলে অভিযোগ উঠলেও, তা অস্বীকার করে উদ্দেশ্যমূলকভাবে নাম জড়ানোয় তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রশিবির। এছাড়া একই উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. রাকিব হাসানের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদও জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক যৌথ প্রতিবাদবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম এ প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের হামলায় এক যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রশিবিরকে জড়ানো এবং গতকাল ১ জানুয়ারি ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি হাফেজ মো....
দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর: রিজভী
সিলেট প্রতিনিধি
একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা জানতে চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন? আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সিলেটের হুমায়ুন রশীদ চত্বরে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল বলেছে দেশপ্রেমিক তারা এবং সেনাবাহিনী। সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে। কারণ তাদের পূর্বসূরিরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তার অন্যতম মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানেও সেনাবাহিনী উজ্জ্বল ভূমিকা রেখেছে। এ পর্যায়ে...
পকেট ভারী করতে বিদ্যুৎ খাতকে ফোকলা করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সকল চুক্তি ও দুর্নীতির বিষয় রিভিউ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গত ১৬ বছরের বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, নিজেদের পকেট ভারী করতে বিদ্যুৎ খাতকে ফোকলা করেছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে ১ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে ৫০০ মিলিয়ন ডলার পাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর