ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসনের জন্য নবনির্মিত জুলাই শহিদ স্মৃতি ভবন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হলের আবাসিক শিক্ষক ড. সাইফুল হক বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন এবং হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।...
ঢাবির আবাসন সংকট সমাধানে ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
আমতলী হয়ে গুলশান যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
তিতুমীর কলেজের সামনের রাস্তায় ব্যারিকেট দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় করার দাবিতে চারদিন ধরে চলা শিক্ষার্থীদের অনশন অব্যাহত রয়েছে। তারা সেখান থেকে বনানীর আমতলী হয়ে গুলশান যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পূর্বঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেট ট্যু নর্থ সিটি কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে শুরুতে তারা কলেজের সামনে ব্যারিকেট দেয়। দাবি না মানলে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় গঠনসহ সাতটি দাবি রয়েছে তাদের। দাবিগুলো হলো শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, আইন ও সাংবাদিকতা বিভাগ চালু, পিএইচডিধারী শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা সীমিত রাখা ও গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ দেওয়া। এছাড়াও তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫...
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে ভাষা পদযাত্রা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে ভাষা পদযাত্রা বের করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এই পদযাত্রা বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই ভাষা পদযাত্রার উদ্বোধন করেন। পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহান ভাষা শহীদ এবং ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, মানুষের সামাজিক পরিচয়ের গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে ভাষা। যে কটি বিষয় মানুষকে মানুষে পরিণত করে, তার মধ্যে ভাষা অন্যতম। দেশ ও বিশ্বজুড়ে মানুষের মধ্যে...
চতুর্থদিনের মতো অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থদিনের মতো অনশন করছেন তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। শনিবার (১ ফেব্রুয়ারি) অনশনে রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আজ বিকাল ৪টার মধ্যে এ বিষয়ে ঘোষণা না এলে তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক অবরোধ করবেন। আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন, আজকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না এলে আমরা উত্তর সিটি করপোরেশন এলাকায় সড়ক অবরোধ করব। এই সদস্য আরও বলেন, বিশ্ব ইজতেমার কারণে রোববার বেলা ১১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি শিথিল থাকবে। এর মধ্যে আমাদের অনশন কর্মসূচি যেটা চলছে, সেটা চলমান থাকবে। এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা বলেন, তিনি সুনির্দিষ্ট...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর