দেশব্যাপী চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (৩ জনুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বার্তায় এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা সংকুচিত হওয়ায় ট্রেন পরিচালনায় নিয়োজিত রানিং স্টাফদের (ট্রেন চালানোর দায়িত্বে থাকা কর্মীরা) আরও বেশি সতর্ক থাকতে হবে। রেলক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় পথচারীদের বাড়তি সচেতন থাকতে বলা হয়েছে। তাছাড়া রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করার জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে...
শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলওয়ের নির্দেশনা
অনলাইন ডেস্ক
দুটো সময়সীমার মধ্যে নির্বাচনের চিন্তা অন্তর্বর্তী সরকারের: শফিকুল আলম
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম নির্বাচন ইস্যুতে বলেছেন, দুটো সময়সীমার মধ্যে নির্বাচনের সিদ্ধান্তটা এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ন্যূনতম একটা সংস্কার করে নির্বাচন দিলে সেটা আগামী ডিসেম্বরে এবং আরও বেশি সংস্কার চাইলে সময়টা আরও ছয় মাস পেছাতে পারে। দেশের একটি অনলাইন মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, গোটা বিষয়টা নির্ভর করছে সংস্কার নিয়ে সংলাপটা কেমন হবে, আমরা কতটা সংস্কার করতে চাচ্ছি তার ওপর। সংস্কার তো চলমান প্রক্রিয়া। বিষয়টা এমন না যে, এক-দেড় বছরের মধ্যে আমাদের প্রয়োজনীয় সব সংস্কার শেষ হয়ে যাবে। নির্বাচিত সরকার এলে তারা এই সংস্কার আরো এগিয়ে নিয়ে যাবেন। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনটা নিশ্চিত করাই এখন প্রধান কাজ। এই সংস্কারটা আগে করতে হবে। এরই সঙ্গে সংবিধান সংশোধনীর...
সংস্কার ‘চ্যালেঞ্জিং’ হবে নির্বাচিত সরকারের জন্যেও: এম সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক
দেশকে এমনভাবে তছনছ করা হয়েছে যে সংস্কার শুধু অন্তর্বর্তী সরকার নয়, আগামী সরকারের জন্যেও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে- এমনটাই মন্তব্য করেছেননৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, তরুণ প্রজন্ম যে আত্মত্যাগ করেছে তা বৃথা যেতে দেয়া হবে না। যতদিন রয়েছি দেশ ও জনগণের জন্য কিছু করার চেষ্টা করবো। এখনও দেশে সন্ত্রাস, চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন সমাজের নেতৃস্থানীয়দেরকে চাঁদাবাজি প্রতিহত করার আহ্বান জানান। আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই নয় বিশ্ববিদ্যালয়, হোটেলে ও বাড়িতেও ছিল। জনগণ শুধু এক জায়গার কথা জানে। অচিরেই সবাই তা জানতে পারবেন। news24bd.tv/নাহিদ শিউলী...
পোড়া সচিবালয়ের ৬ তলায় সেই কুকুর, যা দেখা গেলো সিসিটিভি ফুটেজে
নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর ষড়যন্ত্র তত্ত্ব আর পাল্টাপাল্টি দোষারোপের কারণে তদন্ত রিপোর্টে কী উঠে আসে সেটি নিয়ে বিশেষ আগ্রহ ছিল অনেকের। দুই দিকের আলাদা কক্ষে আগুন লাগা, কুকুরের মৃতদেহ, অগ্নি নির্বাপনে বিলম্বের কারণ এবং সাদা পাউডারের উপস্থিতির মতো বিষয় সামনে এনে জনমনে সন্দেহ এবং জিজ্ঞাসা তৈরি হয়। এসব প্রশ্নকে সামনে রেখেই সচিবালয়ের আগুন নাশকতামূলক কি না সে প্রশ্ন ওঠে। তবে মঙ্গলবার সরকারের প্রধান উপদেষ্টার কাছে দেয়া প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে সচিবালয়ে আগুনের কারণ বৈদ্যুতিক লুজ কানেকশন। ভবনটির ছয় তলার মাঝামাঝি সিঁড়ির কাছে এটি শুরু হয়। সচিবালয়ের ভেতর সিসি ক্যামেরার ফুটেজেও ২৬ ডিসেম্বর রাত ১.৩৬ মিনিটে একটি বৈদ্যুতিক স্পার্ক থেকে ধীরে ধীরে আগুনের বিষয়টি ধরা পড়েছে। সচিবালয়ের সাত নম্বর ভবনের যে ফ্লোরে আগুন লেগেছে ওই ফ্লোর ছয় তলা থেকে একটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত