সর্বজনীন বাঙালি উৎসব পহেলা বৈশাখ। আজ সোমবার (১৪ এপ্রিল) বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় শামিল হয়েছিলেন জাতীয় দলের নারী দলের ফুটবলাররা। সকালে তারা র্যালিতে অংশগ্রহণ করে সকলের সঙ্গে উৎসব উদযাপন করেছেন। এইবার সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে আনন্দ শোভাযাত্রা হয়েছে। সমাজের নানা পেশা, বর্ণের মানুষের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলও আমন্ত্রিত ছিলো সেখানে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ফুটবলাররা প্রায় সবাই এই র্যালিতে ছিলেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ও করেন। জাতীয় দলের ক্যাম্প থাকা ফুটবলার, কোচিং স্টাফ ও ফেডারেশনের কর্মকর্তারাও র্যালিতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ায়...
শোভাযাত্রার সৌন্দর্য বাড়িয়েছেন নারী ফুটবলাররা
নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ টিকিটের কত কাছে বাংলাদেশ?
অনলাইন ডেস্ক

পাকিস্তানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ভালোভাবেই পথ চলেছে নিগার সুলতানার দল। দুটি ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪, তবে এখনো বাকি তিনটি ম্যাচ। অর্ধেকের বেশি ম্যাচ বাকি থাকায় চূড়ান্ত ফল নিয়ে নিশ্চিত কিছু বলা কঠিন হলেও বর্তমান চিত্র দেখে একটা অনুমান করা যায়। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। আট দলের এই মূল টুর্নামেন্টে ছয় দল ইতোমধ্যে জায়গা করে নিয়েছে। বাকি দুটি স্থানের জন্য বাছাইপর্ব খেলছে ছয়টি দলবাংলাদেশ, পাকিস্তান, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও থাইল্যান্ড। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে হারিয়ে দারুণ সূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লাহোরে ২৩৫ রান তাড়ায় আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারায় তারা। দুই ম্যাচ শেষে সমান পয়েন্ট পাকিস্তান ও স্কটল্যান্ডেরও থাকলেও...
পিএসএলে ম্যাচ জিতিয়ে ‘হেয়ার ড্রাইয়ার’ উপহার পেলেন ভিন্স
অনলাইন ডেস্ক

পিএসএলে করাচি কিংসের জয়ের নায়ক ছিলেন ইংল্যান্ডের জেমস ভিন্স। করাচির হয়ে খেলতে নেমে মাত্র ৪৩ বলে ঝড়ো ১০১ রান করেন তিনি, স্ট্রাইক রেট ২০০-এরও বেশি। তার এই বিধ্বংসী ইনিংসই টপকে গেছে মোহাম্মদ রিজওয়ানের ৬৩ বলে ১০৫ রানের লড়াকু ইনিংসকে। শেষ পর্যন্ত করাচি কিংস ম্যাচটি জেতে ৪ উইকেটে। এমন ম্যাচে ম্যাচসেরা হওয়ার জন্য আর কে-ই বা বিবেচনায় আসতেন! প্রত্যাশিতভাবেই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার উঠেছে ভিন্সের হাতেই। তবে এখানেই শেষ নয়করাচি কিংসের ম্যানেজমেন্ট ভিন্সকে একটি বিশেষ উপহারও দিয়েছে, যা রীতিমতো চমকপ্রদ। পুরস্কার হিসেবে ইংলিশ এই ব্যাটসম্যান পেয়েছেন... একটি চুল শুকানোর মেশিন! ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে ড্রেসিংরুমে ভিন্সের হাতে এই ব্যতিক্রমী পুরস্কার তুলে দেওয়ার ভিডিও শেয়ার করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ভিন্স হাসিমুখে উপহার...
ক্রসবার আটকে দিলো মেসিকে, পয়েন্ট খোয়ালো মায়ামি
অনলাইন ডেস্ক

মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় ম্যাচে জয়শূন্য থাকলো ইন্টার মায়ামি। শিকাগো ফায়ারের বিপক্ষে তাদের মাঠে গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসির দল। যদিও ম্যাচ জয়ের মতো সুযোগ বারবার তৈরি করেছিলেন মেসি, তবে দিনটা ছিল না তার পক্ষে। আজ সোমবার (১৪ এপ্রিল) শিকাগোর সোলজার ফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মেসি। তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল লক্ষ্য করেছিলেন মেসি, কিন্তু শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্রাডির চমৎকার সেভে বঞ্চিত হন তিনি। পুরো ম্যাচজুড়েই মেসি ছিলেন সক্রিয়। ফ্রিকিক থেকে দুটি অসাধারণ শট নেন তিনি, তবে দুটিই ফিরে আসে ক্রসবারে লেগে। প্রথমটি ৬৩ মিনিটে, গোলরক্ষকের আঙুলে লেগে বল ক্রসবারে লাগে। এরপর ৮৫ মিনিটে, ডান দিকের কর্নারের কাছাকাছি থেকে দুরূহ কোণ থেকে নেওয়া আরেকটি ফ্রিকিকও একইভাবে প্রতিহত হয়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর