আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার, মনোনয়ন ফরমসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী ছাপাতে প্রায় এক লাখ ৭০ হাজার রিম কাগজের প্রয়োজন হবে বলে জনিয়েছে নির্বাচন কমিশন। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। এসব সামগ্রী ছাপানোর কাজ করবে সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বিজি প্রেস। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিজি প্রেসের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের কার্যপত্র বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। ইসির নির্বাচন পরিচালনা শাখার প্রস্তুত করা কার্যপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদের ৩০০ আসনের জন্য ভোটার সংখ্যা প্রায় ১১ কোটি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে ব্যালট ছাপাতে কাগজ ও কালি সংগ্রহ, ফর্ম, প্যাড, ব্যানার, পোস্টার, নির্দেশিকা, রেজিস্টার, হিসাবরক্ষণ খাতা ও অন্যান্য সামগ্রী প্রস্তুতের প্রয়োজন রয়েছে। ইসির নির্বাচন পরিচালনা শাখার...
নির্বাচনের জন্য কাগজ লাগবে এক লাখ ৭০ হাজার রিম, ব্যয় ৩৫ কোটি
নিজস্ব প্রতিবেদক

মন্ত্রণালয় পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক

মন্ত্রণালয় পুনর্বণ্টন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন। আরও পড়ুন আরও এক মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ বশিরউদ্দীন ১৫ এপ্রিল, ২০২৫ গত বছরের ২০ ডিসেম্বর তৎকালীন ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা যান। পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব আলী ইমাম মজুমদারকে দেওয়া হলেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...
আরও এক মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ বশিরউদ্দীন
নিজস্ব প্রতিবেদক

আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এবার তাকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন। গত বছরের ২০ ডিসেম্বর মারা যান উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি ভূমি মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুর পর এই মন্ত্রণালয় নিজের কাছেই রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। news24bd.tv/SHS/আইএএম/
কলকাতায় 'সেরা বাঙালি সম্মাননা' পেলেন বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেসসচিব তারিক চয়ন
নিজস্ব প্রতিবেদক

সেরা বাঙালি সম্মাননা ২০২৫- এ ভূষিত হয়েছেন ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া ওরফে তারিক চয়ন। সোমবার (১৪ এপ্রিল) মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের আয়োজনে এক অনন্য সাহিত্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। দুই হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান এ প্রকাশিত হয় এক বিশাল কাব্যগ্রন্থ। এই সাহিত্যযজ্ঞে সেরা বাঙালি সম্মাননা ২০২৫ প্রদান করে সম্মান জানানো হয় বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজে অসামান্য অবদান রাখা ১০ জন কৃতী বাঙালিকে। তারিক চয়নকে সেরা বাঙালি সম্মাননা ২০২৫ প্রদান করার পর এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রেস সচিবের কূটনৈতিক দূরদর্শিতা ও সাংস্কৃতিক বিনিময়ে অবদান...
সর্বশেষ
সর্বাধিক পঠিত