মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পর শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। নতুন বছরের প্রথম দিনেই দেশটির জোহর ও সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে ১৮৫ বিদেশিকে আটক করেছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, ৩১ ডিসেম্বর মালয়েশিয়ায় প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ শেষ হয়, যার ফলে সাধারণ ক্ষমার অধীনে অবৈধ অভিবাসীদের দেশে ফেরার সুযোগও বন্ধ হয়ে যায়। এরপরই ১ জানুয়ারি অভিযানের প্রথম দিন শুরু হয়। মালয়েশিয়া অভিবাসন বিভাগের তথ্য মতে, ১ জানুয়ারি ভোরে জোহর রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইট থেকে ১০৫ জন বিদেশিকে আটক করা হয়, এর মধ্যে ৬৪ জন বাংলাদেশি নাগরিক। অন্যান্য আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ইন্দোনেশীয়, মিয়ানমার, পাকিস্তানি নাগরিকও। একই দিন সন্ধ্যা ৬টায় সেলাঙ্গর রাজ্যের সেরি কেম্বাঙ্গান...
নতুন বছরের প্রথম দিনেই মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে'র যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে প্রবাসী গণমাধ্যম কর্মীদের নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ২০২৪ সালের শেষ দিনে (৩১ ডিসেম্বর) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের কমিউনিটি হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কেটে এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ ওয়ার্ডওয়াইল্ড এর প্রধান সম্পাদক ও ক্লাবের চিফ পেট্রোন মোখলেসুর রহমান চৌধুরী। এসময় ক্লাবের ওয়েবসাইটও উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে ক্লাবকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লন্ডন নিউহ্যাম কাউন্সিলের চেয়ার ও কাউন্সিল রহিমা রহমান, এনফিল্ড কাউন্সিলের মেয়র আমিরুল ইসলাম, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র মতিন উজ জামান, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক, সাপ্তাহিক...
মালয়েশিয়ায় ১৬০ বাংলাদেশি কর্মীর কোম্পানি পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় ১৬০ বাংলাদেশি কর্মীর কোম্পানি পরিবর্তন করা হয়েছে। মালয়েশিয়ার কাউয়াগুছি ম্যানুফেকচারিং কোম্পানিতে কর্মকালীন বাংলাদেশি কর্মীদের বকেয়া বেতন ও কর্মসংস্থান বিষয়ক সমস্যা সমাধানের লক্ষ্যে গত ১৮ ডিসেম্বর ডিপার্টমেন্ট অব লেবার (JTK) কোর্টের নির্দেশনা ও সিদ্ধান্ত মতে ৩০ ডিসেম্বর ১৬০ জন কর্মীকে ৭ টি ভিন্ন ভিন্ন নতুন কোম্পানির অধীনে হাই কমিশনের প্রতিনিধির উপস্থিতিতে ডিপার্টমেন্ট অব লেবারের মাধ্যমে নিয়োগকর্তা পরিবর্তনপূর্বক হস্তান্তর করা হয়েছে। বাকি কর্মীগণকেও আগামী দুদিনের মধ্যে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মর্মে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট দপ্তর হতে জানা গিয়েছে। বর্ণিত ১৬০ জন কর্মীর মধ্যে KYB-UMW MALAYSIA SDN BHD (103151-W) কোম্পানিতে ১০ জন, SYARIKAT PERNIAGAAN KEMAJUAN INT.SDN BHD (177698-X) কোম্পানিতে ৪৫ জন, WIN WIN FOOD INDUSTRIES SDN BHD (662492-U) কোম্পানিতে ২০ জন, ECO-SHOP MARKETING SB (734055-M) কোম্পানিতে ৪১...
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭ বিদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭ বিদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশনের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাংয়ের জালান বেরাঙ্গনে অপস কুটিপের মাধ্যমে ১৭ অবৈধ অভিবাসীদের (পাটি) গ্রেপ্তার করা হয়। সোমবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিপার্টমেন্টর পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেছেন, কেএল স্ট্রাইক ফোর্স (জিম) টিম এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) স্থানীয় সময় দুপুর ১টায় অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে মোট ১৭ জন অবৈধ বিদেশিকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ১৫ জন মায়ানমার এবং দুইজন বাংলাদেশি নাগরিক, যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সাউপি বলেন, অভিযানের আগে, এক মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর